X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধর্ষণের শিকার নারীকে থানায় যেতে বাধা, মাতব্বরসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:০৩




ধর্ষণের শিকার নারীকে থানায় যেতে বাধা, মাতব্বরসহ গ্রেফতার ৩ বগুড়ার শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়িতে অবরুদ্ধ রেখে থানায় যেতে বাধা দেওয়ার অভিযোগে জড়িত মাতব্বরসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেরপুর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। এর আগে ভিকটিমের স্বামী থানায় অভিযুক্ত দুই জন ও তিন মাতব্বর ছাড়াও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকালে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে আদালতে হাজির করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার জামাইল স্কুলপাড়ার হাসান আলী ভাসানের ছেলে রবিউল ইসলাম রুবেল (১৯), জামাইল হাটখোলাপাড়ার মৃত বাচ্চু ফকিরের ছেলে আবদুল জলিল (৩২) ও গ্রাম্য মাতব্বর জামাইল মজলিশীপাড়ার খোকা প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৫৫)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, উপজেলার জামাইল মজলিশীপাড়ার বুদ্ধিপ্রতিবন্ধী ওই গৃহবধূ ২৬ অক্টোবর স্কুলপাড়ার রবিউল ইসলামের বাড়িতে ঘুটা কিনতে যান। এ সময় রুবেল ও তার বন্ধু জলিল গামছা দিয়ে মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা চাপা দিতে প্রভাবশালী মাতব্বর জামাইল মজগুরীপাড়ার মৃত হাবিবর রহমান মুন্সীর ছেলে খোদা বক্স (৫০), জামাইল মজলিশীপাড়ার মৃত আবদুল কাদেরের ছেলে ফরিদ হোসেন (৫০), একই গ্রামের খোকা প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৫৫) প্রমুখ অভিযুক্তদের পক্ষে অবস্থান নেন। তারা ওই গৃহবধূকে থানায় যেতে বাধা ও গ্রামছাড়া করার হুমকি দেন। তারা গৃহবধূ ও তার পরিবারকে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।

তিনি আরও জানান, পরে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাত ১২টার পর শেরপুর থানায় দুই ধর্ষক ও তিন মাতব্বরের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গভীর রাতে রবিউলকে শেরপুরের দুবলাগাড়ি গ্রাম ও জলিল এবং মাতবর সাইফুলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক