X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা

নীলফামারী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২০, ১০:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১০:৪৩

কেউ মাস্ক পরেন না নীলফামারীতে আক্রান্তের হার বাড়লেও কমেছে মানুষের সচেতনতা। সামাজিক দূরত্ব রক্ষায় অনেকেই উদাসীন। শহর কিংবা গ্রামের লোকজনকে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করতে দেখা যায়। অফিস-আদালতে যারা সেবা নিতে আসছেন তাদের মুখেও মাস্ক নেই। আবার যারা সেবা দিচ্ছে তাদেরও মাস্ক নেই। অধিকাংশই পকেটে মাস্ক নিয়ে ঘুরছে। এসব ব্যাপারে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন অনেকেই।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, তুলনামুলকভাবে অক্টোবর মাসে করোনা আক্রান্তের সংখ্যা কম ছিল। তবে চলতি মাসের (৬ নভেম্বর) এখন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৭ জন। করোনা শনাক্ত বৃদ্ধি পেলেও স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কোনও মাথা ব্যথা। 

কেউ মাস্ক পরেন না
সিভিল সার্জন জানান, শীতে দ্বিতীয় দফায় করোনা মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ‘নো মাস্ক নো সার্ভিস’, হাসপাতালে রোগীসহ স্বজনদের মাস্ক শতভাগ নিশ্চিত করা হয়েছে। মানুষের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে জোড় তৎপরতা শুরু করা হয়েছে।

কেউ মাস্ক পরেন না
হাসপাতালের ডাক্তারদের মুখে মাস্ক দেখা গেলেও করোনার প্রকোপ কমেছে এমন ধারণায় জেনারেল হাসপাতালের স্টাফদের পিপিই পরতে দেখা যায়নি। এছাড়াও বর্হিবিভাগে লাইনে দাঁড়িয়ে রোগীদের মাস্ক ছাড়াই ওষুধ সংগ্রহ করতে দেখা গেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ডাক্তারদের রোগীর সেবা দিতে দেখা গেছে।

কেউ মাস্ক পরেন না
প্রসঙ্গত, অক্টোবরে জেলায় ১ হাজার ১৬০ জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৩ জন। হোম কোয়ারেন্টিনে ১৪ হাজার ৭৫১, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২২৭ জন। আইসোলশনে ছিলেন, এক হাজার ১৬৪ জন। মৃত্যুবরণ করেন ২১ জন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অমল চন্দ্র রায় জানান, বর্তমানের হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা দু’জন। তবে হোম কোয়ারেন্টিন ও হোম আইসোলশনে অনেকেই চিকিৎসাধীন রয়েছে।

কেউ মাস্ক পরেন না
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা মানুষের সচেতনতা বাড়াতে ক্যাম্পিংসহ সভা সেমিনার করে যাচ্ছি। এছাড়াও স্থানীয় হাট বাজারের কমিটি গুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। অন্যান্য জেলার চেয়ে নীলফামারী জেলার মোটামুটি করোনা পরিস্থিতি ভালো। দুই একজন হোম আইসোলসনে চিকিৎসাধীন রয়েছেন। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা