X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ঘুষ ও দালাল না ধরলে মেলে না পাসপোর্ট!

আতাউর রহমান জুয়েল,ময়মনসিংহ
১৯ নভেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২০:৩৩

ময়মনসিংহ পাসপোর্ট অফিস ময়মনসিংহ আঞ্চলিক পাসেপোর্ট অফিসে ঘুষ ও দালাল ধরা ছাড়া মিলছে না পাসপোর্ট। এতে করে বিদেশ ফেরত প্রবাসীরা পড়েছেন চরম দুর্ভোগে। ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ধরে চাহিদার টাকা দিলেই সময়মতো মিলছে পাসপোর্ট। এছাড়া সাধারণ সেবা প্রত্যাশীরা আবেদন করেও সময়মতো পাচ্ছেন না পাসপোর্ট।

নান্দাইল উপজেলার সাহাব উদ্দিনের ছেলে মো. অন্তর মিয়া করোনা সংক্রমণের আগে সৌদি আরব থেকে দেশে এসে আটকা পড়েন। এর মধ্যে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কোনও দালাল ছাড়াই আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। ছবি ওঠানো ও বায়োমেট্রিক শেষে পাসপোর্ট পাওয়ার কথা ছিল গত ৮ নভেম্বর। তিনি পাসপোর্ট সংগ্রহ করতে এসে দেখেন কাজ হয়নি। পরে জানতে পারেন তার পুলিশ ভেরিফিকেশনের কাগজ না আসায় পাসপোর্ট ছাপা হয়নি। এরপর আরও দুইদিন অফিসে এসেও পাসপোর্ট পাননি। এসময় তিনি জানতে পারেন চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে ও দালালের মাধ্যমে কাজ না করায় তার পাসপোর্টের কাজ হয়নি।

অন্তর মিয়া বলেন, ‌‘দালাল না ধরে অফিসে সরাসরি আবেদন জমা দেওয়ায় পাসপোর্ট পাচ্ছি না। অফিস খরচের নামে দালালকে প্রতি পাসপোর্ট বাবদ তিন থেকে চার হাজার টাকা অতিরিক্ত দিতে হয়।’

একই সমস্যা সৌদি প্রবাসী ত্রিশালের আবুল কালামের। তিনি নিজেই দোকান থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে গত ২৮ অক্টোবর জরুরি হিসেবে সাত হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে এমআরপির জন্য আবেদন (নম্বর-৮৫৪৭৫০) করেন। পাসপোর্ট পাওয়ার কথা ছিল গত ৮ অক্টোবর। সময় পেরিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকবার অফিসে এসে জানতে পারেন তারও পাসপোর্ট হয়নি।

আবুল কালাম বলেন, ‘দালালের মাধ্যমে ঘুষ না দেওয়ায় পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। নিজে আবেদন জমা দিলেও কাউন্টারের লোকজন নানা সমস্যার কথা জানিয়ে দেয়। কিন্তু দালাল ধরে তাদের চাহিদার টাকা দিয়ে আবেদন করলে সময়ের আগেও পাসপোর্ট হাতে পাওয়া যায়। সময়মতো পাসপোর্ট না পাওয়ায় সৌদি আরবে যাওয়ার তার ভিসার মেয়াদ পেরিয়ে গেছে।’

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিক পরিচয় পেয়ে এ ধরনের সমস্যার কথা জানান বেশ কয়েক জন সেবাপ্রত্যাশী।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় দালাল শফিকুল হক বলেন, ‘পাসপোর্ট অফিসে একটি সিন্ডিকেট রয়েছে, যারা দালালদের কাছ থেকে প্রতিটি পাসপোর্ট আবেদন জমা নেন এবং এর জন্য টাকা দিতে হয়।’

ভুক্তভোগী অন্তর মিয়া তিনি জানান, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নতুন এবং রি-ইস্যু এমআরপির জন্য ১০০০ টাকা, নতুন ই-পাসপোর্টের জন্য ১২০০ টাকা হারে সিন্ডিকেট সদস্য আনসার আনিসের কাছে জমা দিতে হয়। প্রতিটি পাসপোর্টের জন্য আগে ১০০০ টাকা দিতে হলেও নতুন ডিডি এসে ঘুষের পরিমাণ বাড়িয়ে ১৫০০ টাকা করেন। পরে সবার অনুরোধে তা ১২০০ টাকা করা হয়েছে বলে জানান তিনি।

অপর দালাল পলাশ জানান, নতুন ই-পাসপোর্টের আবেদন দালাল ছাড়া সাধারণ মানুষ জমা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এ জন্য পাসপোর্ট প্রত্যাশীদের দালালের শরণাপন্ন হতে হচ্ছে। একটি পাসপোর্ট করতে যে টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয়, এর বেশিরভাগই অফিস খরচ হিসেবে কর্মচারীদের হাতে তুলে দিতে হয়। কাজ শেষে একজন দালাল দুই থেকে আড়াইশ’ টাকা পান।

তিনি বলেন, ‘পাসপোর্ট পেতে হলে অফিসের ঘুষের চ্যানেল মেনেই কাজ করতে হয়। তা না হলে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রে নানা সমস্যা দেখিয়ে পাসপোর্ট পেতে দীর্ঘদিন অপেক্ষা করানো হয়।’

দালাল সাহা বাবু বলেন, ‘অফিসের ডিএডি কবীর হোসেনের নেতৃত্বে অফিস সহকারী শিপন, বায়েজিদ, সমুন ও আনসার সদস্য আনিস পাসপোর্ট আবেদনপত্র জমা ও ঘুষের টাকা নিয়ে থাকে। এই সিন্ডিকেটের বাইরে কোনোভাবেই কেউ কাজ করতে পারে না। চ্যানেলের বাইরে সহজে সাধারণ মানুষ পাসপোর্ট পায় না।’

তিনি আরও জানান, সিন্ডিকেটের মাধ্যমে ঘুষের টাকা পদ-পদবী অনুযায়ী ভাগ বাটোয়ারা হয়ে থাকে।

তবে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সালাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমি সদ্য যোগদান করেছি। দালাল ও অফিসে সিন্ডিকেট করে ঘুষ নেওয়া হয় কিনা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা