X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘কোরআনের সহায়তা নিয়ে জীববৈচিত্র্যের পক্ষে দাঁড়ান’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১৮:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আওতায় জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন সংস্থাটির বোর্ড অব গভর্নরস র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় দেশে প্রথমবারের মতো হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা রউফ চৌধুরী অডিটরিয়ামে এ সেমিনারের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন,‘আপনারা কোরআনের সহায়তা নিয়ে জীববৈচিত্র্যের পক্ষে দাঁড়ান। কোরআন শরিফে আছে আল্লাহতায়ালাই সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি সব প্রাণী ও জীব সৃষ্টি করেছেন। এগুলোকে রক্ষার কথাও তিনি বলেছেন। জীববৈচিত্র্য রক্ষা করা অনেক প্রয়োজন। কংক্রিটের উন্নয়নে আমরা সবকিছু ভুলে গেছি। এটাকে রক্ষা করতে হবে। আর এটাতে রক্ষা করতে গেলে ইসলামিক ফাউন্ডেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনে করে ওলামায়ে কেরামরা অবদান রাখতে পারেন। বাংলাদেশের বৈচিত্র্য রক্ষার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। শেষ যাত্রায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন," ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচারক ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. শাহ আলম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা