X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও আদর্শবান রাষ্ট্রপ্রধান: রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১৯:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:৩৯

বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৎ ও আদর্শবান রাষ্ট্রপ্রধান। তিনি সব সময় দেশের ও দেশের মানুষের কল্যাণের চিন্তায় নিয়োজিত থাকেন। তিনি ও তার পরিবারের কোনও সদস্য ন্যূনতম কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি পছন্দ করেন না। তাই তার নির্দেশে দুর্নীতিবাজ দলীয় নেতাকর্মীসহ কর্মকর্তাদের স্থান হচ্ছে জেলখানা। এখন দেশের কেউ দুর্নীতি করে মাফ পাচ্ছেন না। বিএনপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলেরা দণ্ডপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজমুল হুদা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দুর্নীতি করে কেউই মাফ পাবেন না। তাই সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। শিক্ষার্থীসহ নিজ নিজ সন্তানদের আদর্শ শিক্ষা দিন। সন্তান যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল-কলেজের অতীতের নিয়োগ বাণিজ্যের ইতিহাস ভুলে যান। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তার আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি করি না। কারও দুর্নীতি সহ্যও করবো না।

মন্ত্রী এদিন উপজেলার দীর্ঘার লেবুজিলবুনিয়া সড়ক, উত্তর-পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাকাডেমি ভবন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুটি ভবন, বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন ও মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া বিকালে মন্ত্রী লেবুজিল বুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার রায়, জেলা শিক্ষা প্রকৌশলী প্রতিভা রানী, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহামুদ খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন