X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হ্যামার দিয়ে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ০২:০১আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৪:০৮

ছাবিনা বেগম

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে বাসের ছাদে ব্যারেলের মধ্যে মরদেহ পাওয়া ছাবিনা বেগমের হত্যাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম খালেক হাওলাদার। গৌরনদীর মাহিলাড়ার এলাকার এই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে। তবে তাকে না পেয়ে তার স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত হ্যামার (বড় হাতুড়ি) এবং রশির অংশ বিশেষও জব্দ করা হয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, রবিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর কাশীপুরে খালেকের বাড়ি অভিযান চালিয়ে তাকে পাওয়া না গেলেও তার স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডের স্থান নগরীর কাশীপুরে নির্মাণাধীন ওই ভবনের নিচতলা পরিদর্শন করি। এ সময় সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হ্যামার এবং গলায় ফাঁস দেওয়ার কাজে ব্যবহৃত রশির অংশবিশেষ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে কৌশলে ছাবিনাকে বরিশাল নগরীর কাশীপুরে ডেকে নেয় খালেক। কর্মস্থল নির্মাণাধীন ভবনে নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে খালেক তার মাথার পেছনে হ্যামার (বড় হাতুড়ি) দিয়ে আঘাত করে গলায় রশি পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাণ্ডের পর শুক্রবার রাতে মরদেহ গুম করতে ব্যারেলের মধ্যে তার মরদেহ ঢুকিয়ে গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে তুলে দেয় খালেক।

গত শনিবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানার এসআই আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে গত শনিবার হত্যা মামলা দায়ের করেন।

ছাবিনার দেবর মনির হাওলাদার জানান, কাতার যাওয়ার জন্য মাহিলাড়ার খালেক হাওলাদার তার ভাবি ছাবিনার কাছে ৪ লাখ টাকা দেয়। বিদেশ পাঠাতে বিলম্ব হওয়ায় এক পর্যায়ে খালেক টাকা ফেরত চায়। ছাবিনা বেগম তাকে দেড় লাখ টাকা ফেরত দেয়। বাকি আড়াই লাখ টাকা পেতো খালেক। পাওনা টাকার জন্য বিভিন্ন সময় তাগাদা দিত খালেক। বিদেশ যেতে না পেরে খালেক নগরীর কাশীপুর আনসার ব্যাটালিয়ন অফিস সংলগ্ন ভূঁইয়া বাড়ি মসজিদের পাশে মাহিলাড়ার বাসিন্দা ব্যাংকার সচীন রায়ের নির্মাণাধীন ভবনে ম্যানেজার হিসেবে কাজ নেয়।

প্রসঙ্গত, শুক্রবার বাসটি গৌরনদীর ভূরঘাটায় যাওয়ার পর কেউ ব্যারেল নিতে না যাওয়ায় বাসের শ্রমিকদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ব্যারেল খুলে মরদেহ দেখে বাসের হেলপার। এরপর পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ছাবিনার মুঠোফোন ট্র্যাকিং করে পুলিশ তার পরিচয় জানতে পারে। এরপর ছাবিনার দেবর মনির এসে তার ভাবির মরদেহ শনাক্ত করেন।

নিহত ছাবিনা ওই উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের দিয়াসুর এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। তিন সন্তানের জননী ছাবিনা পাশের মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার সাহেব আলীর মেয়ে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কাতার প্রবাসী স্বামীর সহায়তায় বিদেশে লোক পাঠাতেন ছাবিনা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস