X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাদক মামলায় অভিযুক্ত হয়েও স্বপদে বহাল শিক্ষক-দফতরি

নাটোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১১:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১১:১৩

নাটোর ফৌজদারি মামলায় অভিযুক্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দফতরি স্বপদে বহাল রয়েছেন। মাদক মামলায় জেল খাটার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে জারি হয়নি সাময়িক বহিষ্কারাদেশ। তবে শিক্ষা বিভাগ বলছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক জানান, উপজেলার জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাকুল আশেকিন গত ১৯ অক্টোবর আটক হন।  এরপর মাদক মামলায় ২৫ অক্টোবর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরদিকে মডেল প্রাথমিক বিদ্যালয়ের দফতরি রওশন কামাল সবুজ ৩১ অক্টোবর আটক হন। তিনি মাদক মামলায় ১৩ নভেম্বর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

স্থানীয়রা জানান, তারা দুজনই আদালতে জামিন নিয়ে নিজ পদে এখনও কর্মরত।

এ ব্যাপারে জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দীন আহমেদ জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।

এদিকে, মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল আলম জানান, মাদক মামলায় সবুজের জেল খাটার বিষয়টি লোকমুখে জানলেও তারা নিশ্চিত নন।

এ ব্যাপারে দফতরি সবুজ  জানান, ওটা তেমন কিছু না। তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছিল। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

এ সম্পর্কে জানতে চাইলে সবুজের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা সবুজের দাবি অস্বীকার করেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর তিনি ওই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দীন জানান, বিষয় দুটি তিনি অবগত। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা