X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা: এবার গ্রেফতার জিএম মানিক ও বাবলা

লালমনিরহাট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৭:০৭

বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে লাশ ছাই করার ঘটনায় দায়ের করা মামলায় রবিবার (২২ নভেম্বর) রাতে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল। তাদের নাম জিএম মানিক (৪৫) ও আব্দুর রাজ্জাক বাবলা (২৬)।

 পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই আসামিকে সোমবার (২৩ নভেম্বর) বিকালে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারকের আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, জুয়েল হত্যা মামলায় জিএম মানিক(৪৫) এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া এবং ইউনিয়ন পরিষদ ভাঙচুরের দুটি মামলায় আব্দুর রাজ্জাক বাবলাকে (২৬) রবিবার (২২ নভেম্বর) রাতে বুড়িমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিএম মানিক উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে এবং আব্দুর রাজ্জাক বাবলা পার্শ্ববর্তী শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাতপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ দুই আসামিকে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে থেকে তদন্তে প্রাপ্ত বলে ওসি ওমর ফারুক দাবি করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী বলেন, সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় উভয়কে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর হাকিম মোছা. ফেরদৌসি বেগমের আদালতে সোপর্দ করা হয়। এসময় জুয়েল হত্যা মামলায় জিএম মানিককে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় আসামির জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তবে  জিএম মানিক জিজ্ঞাসাবাদের জন্য করা রিমান্ড আবেদনের ওপর আগামী ২৫ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। একই দিনে এ হত্যা মামলার আরেক আসামি আবু কালামের রিমান্ড শুনানির দিনও ধার্য করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এরপর লাশ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ আসামি এবং অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: 
৫ দিনের রিমান্ডে রাসেল, জেলহাজতে হেলাল 

জুয়েল হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

দাড়ি ছেঁটে গোঁফ রেখেও শেষরক্ষা হয়নি হোসেনের

হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় হোসেন আলীর রিমান্ড

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: প্রধান আসামি আবুল গ্রেফতার

পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!