X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হাতি হত্যা, থানায় সাধারণ ডায়েরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০২০, ১৯:১০আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৯:১৪




মৃত হাতি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোকালয়ে এসে প্রাণ হারিয়েছে একটি বন্য হাতি। রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হাতির মৃত্যুতে আসাদুজ্জামান নামে বন বিভাগের এক কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

জাকের হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড় হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন হাতিটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হাতিটিকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

রবিবার রাতে কোনও এক সময় হাতিটিকে মারা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় (চট্টগ্রাম) বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। মৃত পুরুষ হাতিটির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে তিনি জানান।

এ সর্ম্পকে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় (চট্টগ্রাম) বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। হাতিটির ময়নাতদন্ত করার সময় আমরা হাতিটির গায়ে গুলি দেখতে পেয়েছি। পোস্টমোর্টেম করে গুলিটি উদ্ধার করা হয়েছে। হাতিটির শরীরে বৈদ্যুতিক শক দেওয়ারও চিহ্ন রয়েছে। তাই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, কেউ হাতিটিকে গুলি করার পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়ে মেরেছেন।

দুই বছর আগেও ওই এলাকায় আরও একটি হাতির মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগেও ওই এলাকায় একটি হাতি মেরে ফেলা হয়। তাই বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি। প্রাথমিকভাবে এই ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা তথ্য সংগ্রহ করছি, এরপর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করবো।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া