X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এতিমের সম্পত্তি দখলের চেষ্টা, ভাঙচুর-লুটপাট ও যৌন নির্যাতনের অভিযোগ

ফেনী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২৩:২২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:২৫

নির্যাতনের শিকার মা ও মেয়েরা ফেনীর সোনাগাজীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টাসহ হামলা-ভাঙচুর, লুটপাট ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার ভুক্তভোগী পরিবার আদালতে একটি মামলা দায়ের করলেও সেটি প্রত্যাহার করতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানায় পরিবারটির সদস্যরা। এ বিষয়ে ২২ নভেম্বর সকালে ভুক্তভোগীরা সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী জান্নাতুল নাঈম থানার অভিযোগে জানায়, সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চরগণেশ এলাকার বাসিন্দা তার বাবা মোশারফ হোসেন ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর জান্নাতুল নাঈমরা কষ্ট করে দিন যাপন করেন। বর্তমানে মা ও তিন বোন ছাড়া তাদের কোনও ভাই নেই। এরমধ্যে বড় বোন শামীমা আক্তার মায়ের সঙ্গে বাড়িতে থাকেন এবং বাকি দু’বোন স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

এ অবস্থায় পিতা জীবিত না থাকায় সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পড়ে আপন চাচা মোয়াজ্জেম হোসেন, চাচাত ভাই নুর নবী প্রকাশ কামরুল, ফুফাতো ভাই হোসেইন খানসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী আবদুল আল মামুন ও মো. শরিফের। কোনও দালিলিক প্রমাণ ছাড়াই তারা দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে জোর জুলুম করে সম্পত্তি ভোগ করছেন। কিন্তু জান্নাতুল নাঈমের পরিবারে কোনও পুরুষ কর্তা না থাকায় কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। একপর্যায় গত ৮ নভেম্বর সকালে ভুমিদস্যু আবদুল আল মামুনের নেতৃত্বে তার ভাই শরীফ, চাচা মোয়াজ্জেম হোসেন, চাচাতো ও ফুফাতো ভাইসহ বহিরাগত অন্তত ৭-৮ জন অজ্ঞাত লোকজন তাদের ৮৩ নম্বর চরগণেশ মৌজার বিএস ২ হাজার ৬৪ নম্বর খতিয়ানের ৩০২৪ নম্বর দাগের ১৫ শতাংশ জায়গাতে বালু ও পিলার গেড়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে সকালে বোন জান্নাতুল নাঈম ও সাজেদা আক্তার বাড়িতে ফিরে অন্যায়ভাবে জমি দখলের বিষয়ে জানতে চাইলে ভুমিদস্যু আবদুল আল মামুনসহ উল্লেখিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে দুপুর দেড়টার দিকে দা, কিরিছসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় এবং দরজা ভেঙে বসতঘরে ঢুকে জান্নাতুল নাঈমকে যৌন হয়রানি করে। একপর্যায় সন্ত্রাসী মামুন দা দিয়ে তার মাথায় আঘাত করে ও ডান হাতের বাহুতে আঘাত পান। সন্ত্রসীরা তার কোলে থাকা ৮ মাসের বাচ্চাকেও ছুড়ে খাটের ওপর ফেলে দেয় এবং তার গলায় থাকা ১ ভরি ওজনের সোনার চেন (যার মূল্য ৬৮ হাজার টাকা) ও ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট নিয়ে যায়।

এক পর্যায় বড় বোন শামীমা আক্তার এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে তার হাতে থাকা আনুমানিক (২২ হাজার টাকা) মূল্যের মোবাইল সেট ও গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেন নিয়ে যাওয়া হয়। পরে মা আনোয়ারা বেগম ও বড় বোনের মেয়ে সাদিয়া তাবাচ্ছুম এলিনা চিৎকারে শুনে ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধরসহ নির্যাতন করা হয়। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। স্টিলের একটি আলমারি থেকে নগদ ৭০ হাজার টাকাসহ দলিল দস্তাবেজ, প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা বিষয়টি কাউকে না জানাতে এবং এ নিয়ে মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়।

পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে না যেতে পেরে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।

ঘটনায় ১৫ নভেম্বর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জান্নাতুল নাঈম একটি মামলা দায়ের করেন। পরে আদালত ৩০ কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেন। কিন্তু মামলা দায়েরের খবরে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে বেপরোয়া হয়ে নানাভাবে তাদের প্রাণনাশের হুমকি ধামকি দিলে ২০ নভেম্বর মা আনোয়ারা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাণ রক্ষায় আনোয়ারা বেগম একটি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা