X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২৩:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:৩৮

হত্যা নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রতার জেরে সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে এসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে আটক করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। নুরুল পিরপুকুরিয়া গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর পিরপুকুরিয়া মোড়ে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন-ওই গ্রামের আজিজুলের ছেলে বদিরুল (৩০) ও মৃত আব্দুল খালেকের ছেলে সুমন (২৯)।

এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রবিবার (২২ নভেম্বর) দুপুরে মৃত আলীর ছেলে আজাদ নুরুলের জমির উপর দিয়ে গরু-মহিষ নিয়ে একটি পুকুরে গোসল করাতে যায়। এ সময় নুরুল ও তার ছেলে সারোয়ার তাকে বাধা দেয়। এতে আজাদ ক্ষিপ্ত হয়ে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে নুরুল ও তার ছেলে সারোয়ার আজাদের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। এরপর আজাদ বাড়ি চলে যায়।

আজ সোমবার সকালে নুরুল মোড়ে চা খেতে গেলে পূর্বের দিনের জেরে নুরুলকে একা পেয়ে আজাদ, আবেদসহ তার আত্মীয়রা কিল, ঘুসি, চড়-থাপ্পড়সহ মারধর করে। তাদের এলোপাথাড়ি প্রহারে নুরুল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ও জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় দোকানদার ও পাড়াপড়শীরা ছুটে এস নুরুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে একটি অটোরিকশাযোগে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. অর্পিতা দাস তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে নুরুল মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, স্বাস্থ্যকেন্দ্রে আসার আগেই নুরুলের মৃত্যু হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তে দুপুরেই মান্দা সার্কেলের (নিয়ামতপুর-মান্দা) এএসপি মতিয়ার রহমানসহ থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হুমায়ন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট