X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২১:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:০৮

আদালত

গোপনে বিয়ের পর বাড়িতে তুলে নেওয়ার দ্বন্দ্বে ডেকে নিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলী আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। সেই সাথে ১০ হাজার টাকা এবং আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। হত্যার ঘটনাটি ঘটে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর কাশিপুর গ্রামে। ওই গ্রামের আনা মিয়ার মেয়ে আসমা আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্বাসরোধে হত্যার শিকার আসমা আক্তার ও আসামি মাসুম বিল্লাহ গোপনে বিয়ে করেন। বিষয়টি ছেলে এবং মেয়ের পরিবারের কেউ জানতো না। বিয়ের বছরখানেক পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বাড়িতে তুলে নেওয়ার জন্য মাসুমকে চাপ দেয় আসমা। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আসমাকে বাড়ির পাশের একটি শিম ক্ষেতে গিয়ে ডেকে নেয় মাসুম। বাড়িতে তুলে নেওয়া এবং বিয়ের বিষয়টি পরিবারকে জানানোর দ্বন্দ্বে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ২০১৬ সালের ২০ এপ্রিল আসমাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মাসুম পালিয়ে যায়।

এ হত্যার ঘটনার পরদিন আসমার বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। পরে তদন্তে আসামি মাসুম বিল্লাহর সংশ্লিষ্টতা বের হয়ে আসে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলী আদালতের বিচারক নাসরিন জাহান অনেক পরিশ্রমী ব্যক্তি। ওনার দূরদর্শিতার কারণে চার বছরের মধ্যে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় প্রদান করা সম্ভব হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী