X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় পুলিশের ওপর হামলা, শটগান ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:১৭





ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লার লালমিয়ারচরে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে। এ সময় তার সরকারি শটগান ছিনতাইয়ের চেষ্টা করেছে অভিযুক্তরা। 

গত রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ফতুল্লার লালমিয়ারচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। পরে ফতুল্লা থানা পুলিশের ডিউটিরত ঈগল-২ অফিসার ফোর্স তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ফতুল্লা থানার সাব-ইন্সপেক্টর আ. বারেক হাওলাদার বাদী হয়ে দেলোয়ার (৩২), মাসুম (৪৫), সিরাজ মিয়া (৫৫), সুজনসহ আরও অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করে ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় মামলা করেছেন।

এ সময় একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি বক্তাবলীর চরবয়রাগাদী এলাকার মো. দেলোয়ার হোসেন (৩২)।
অভিযোগে উল্লেখ করা হয়, ফোর্স নিয়ে গত ২২ নভেম্বর ফতুল্লা মডেল থানায় একটি জিডির তদন্ত করতে গেলে আসামি দেলোয়ার ১২-১৩ জনকে নিয়ে পুলিশের কাজে বাধা দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য সাইফুল ইসলামের ওপর হামলা চালায় এবং তার নামে ইস্যুকৃত সরকারি শটগান ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে দেলোয়ারকে আটক করা হলে সে পুলিশের ওপর চড়াও হয় এবং কাজে বাধা দেয়। 
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এ সময় একজন পুলিশ সদস্য আহত হন। তবে মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছি।
এর আগে গত ১৪ নভেম্বর পরোয়ানা জারি হওয়া আসামিকে ধরতে গিয়ে জালকুড়ির কড়াইতলা এলাকায় ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে মারধর করা হয়। এ ঘটনায় এএসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়