X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২ ভুয়া ডাক্তারকে কারাদণ্ড, একজনকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ২৩:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৩০

দণ্ডাদেশ পাওয়া ভুয়া ডাক্তার পটুয়াখালীর কলাপড়া পৌর শহরে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালী র‌্যাব-৮ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এই আদেশ দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

কারাদণ্ডে দণ্ডিত ওই দুই ভুয়া ডাক্তার হলেন-কলাপড়া হাসপাতাল সড়কের জননী প্যাথলজির মোহাম্মদ শরীফ জামাল ও সাউথ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঞ্জায় কুমার তালুকদার। এ সময় দুই ক্লিনিকের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের অপর একটি দল কলাপাড়া পৌর শহরের কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে শিলা ডেন্টাল ক্লিনিকের দন্ত চিকিৎসার বৈধ কাগজপত্র না থাকায় ভুয়া চিকিৎসক সুভাষ চন্দ্র মিত্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই ডেন্টাল ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম। এ সময় কলাপাড়া হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম বলেন, সঞ্জয় কুমার তালুকদার পেশায় গরুর ফার্ম মালিক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। অপর চিকিৎসক মোহাম্মদ শরীফ জামাল এর আগেও ভুয়া ডাক্তার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু জামিনে এসে আবার প্রতারণা শুরু করেছে। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে কারাদণ্ড ও দুই প্যাথলজি মালিককে এক লাখ টাকা করে টাকা জরিমানা করা হয়েছে। অপর ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়