X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৬:৫৮

কুষ্টিয়া সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযান কুষ্টিয়া সীমান্ত এলাকায় গত দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মরারপাড়া মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ উদ্ধার করে বিজিবি। যার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

একই দিন ওই উপজেলার জয়পুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালানো করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ এবং ৫৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

এদিকে, গতকাল ২৪ নভেম্বর একই উপজেলার মহিষকুণ্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে হাতিশালা মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনিসিডিল উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এ ছাড়াও গত ২৪ নভেম্বর একই দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে মন্ডলপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৩৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা