X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সঞ্চয় বিভাগের কর্মীদের বিরুদ্ধে গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২২:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:১৪

নওগাঁ নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরেুদ্ধে আমানতকারীদের পাঁচ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে ১১১ জন নিঃস্ব হয়ে পড়েছেন। এক বছরের বেশি সময় ধরে তারা ত্রৈমাসিক লভ্যাংশ এবং মূল টাকা কোনোটিই উত্তোলন করতে পারছেন না। এতে বৃদ্ধ আমানতকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। দিনের পর দিন জাতীয় সঞ্চয় অফিসে ঘুরেও তারা কোনও সুরাহ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

জাতীয় সঞ্চয় ব্যুরো/অফিস নওগাঁর এসব গ্রাহক কেউ সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখিয়ে সঞ্চয়পত্রের বই সংগ্রহ করেছেন আবার কেউ সরাসরি সঞ্চয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে টাকা জমা দিয়ে সঞ্চয়পত্রের বই সংগ্রহ করেছেন। তাদের কেউ কেউ কমপক্ষে ত্রৈমাসিক লভ্যাংশ তিন বার, আবার কেউ কেউ ১০ বার টাকা তুলেছেন। এর পর এদের মধ্যে ৬২ জন গ্রাহক জানতে পারেন তাদের টাকা জমা দেওয়ার রশিদ ভুয়া। আবার ৪৯ জন গ্রাহককে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ব্যাংকে সরকারি কোষাগারে তাদের টাকা জমাই দেওয়া হয়নি।

বিষয়টি জানাজানি হলে রাজশাহী বিভাগীয় দুদক অফিস থেকে তদন্ত শেষে একটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই অফিসের সহকারী পরিচালক, অফিস সহকারী, অফিস সহায়কসহ চার জনকে গ্রেফতারও করে দুদক। বর্তমানে তারা সবাই জামিনে মুক্ত রয়েছেন।

আমানতকারীদের মধ্যে ড. আবু সালেহ মো. মুসা এবং মো. মোস্তাইন বিল্লাহ বলেন, তারা ১১১ জন গ্রাহক গত ২০১৯ সালে জুন মাসের পর থেকে ত্রৈমাসিক লভ্যাংশ কিংবা মূল টাকা কোনোটাই ফেরত পাচ্ছেন না। গ্রাহকদের অধিকাংশ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী। এই লভ্যাংশ দিয়েই তাদের সংসারের ব্যয় নির্বাহ হয়ে থাকে। কাজেই লভ্যাংশ না পেয়ে খেয়ে না খেয়ে তারা দুর্বিসহ জীবন যাপন করছেন।

এ বিষয়ে বর্তমান সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, সঞ্চয় বিভাগের ঊর্ধ্বতন কর্ত্তৃপক্ষের নির্দেশে এই ১১১ জনের হিসাব আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু করা যাচ্ছে না বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী