X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে ডাকাতি: গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ০৯:৩৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৯:৩৬

রংপুর রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে ডিবি পুলিশ পরিচয়ে গরু বোঝাই পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গরু ব্যবসায়ী বাদশা মিয়াকে কুপিয়ে হত্যা করে সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বাধা দিতে গেলে কুপিয়ে আহত করেছে পিকআপের ড্রাইভারকে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একটি পিকআপে করে গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী বাদশা মিয়া। পিকআপটি মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি সিএনজি স্টেশনের কাছে আসলে ডিবি পুলিশ পরিচয়ে তাদের থামানো হয়। একটি মাইক্রোবাস নিয়ে সেখানে এসে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি পিকআপ ভ্যানটি আটক করে। তারা তল্লাশির নামে ও অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী বাদশা মিয়ার কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে। এ সময় বাধা দিলে তাকে ছোড়া ও রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পিকআপের ড্রাইভার সাজু মিয়া তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে। পরে ডাকাতরা পালিয়ে যায়।

আশপাশের লোকজন দুই জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। ড্রাইভার সাজু মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিুর রহমান।

নিহত গরু ব্যবসায়ী বাদশা মিয়ার বাড়ি দিনাজপুর জেলার নবাবগজ্ঞ উপজেলার বানিয়াপাড়া গ্রামে।

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়, তবে তার আগেই ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে আসা ডাকাতরা পালিয়ে যায়। মিঠাপকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!