X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে

নীলফামারী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৭:৫১আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:০৬




ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা নীলফামারীর অবস্থান। তাই ধীরে ধীরে নিচে নামছে তাপমাত্রা। ঠাণ্ডা ঠাণ্ডা ভাব জানান দিচ্ছে শীত চলে এসেছে। রাত বাড়ার পর থেকেই শীত অনুভূত হলেও ভোরের দিকে শীত বেশি অনুভূত হচ্ছে। কুয়াশায় মোড়ানো রাত, শিশির ভেজা সকাল ও হালকা ঠাণ্ডার কারণে স্থানীয় গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে।

সরেজমিনে জেলার বিভিন্ন বাজারের দেখা যায়, জমে উঠেছে ফুটপাতের ভ্রাম্যমাণ শীত বস্ত্রের দোকানগুলো। প্রতিদিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ওই সব কাপড়ের দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা শহরের প্রাণকেন্দ্র পৌর মার্কেট, মাধার মোড়, উকিলের মোড়, কালিতলা বাস স্ট্যান্ড ও ডালপট্টি মহল্লায় ও ফুটপাতে ভ্যানগাড়িতে করে বাহারি রঙের এসব শীত বস্ত্র বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বড় বাজারের ফেরিওয়ালা আব্দুল হাকিম জানান, কয়েকদিন ধরেই প্রায় সব দোকানে কম-বেশি শীতের কাপড় কেনাকাটা শুরু হয়েছে। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট, টুপি ও মাংকি টুপিসহ সব ধরনের শীত বস্ত্র মিলছে এসব দোকানে।

ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে নীলফামারী হাই স্কুলের বড় মাঠে, রাস্তার দুইধারে বসা দোকানগুলোতে গরম কাপড় কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন দোকানি ও ক্রেতারা। প্রতি বছর শীত মৌসুম এলেই তাদের বিক্রি বেড়ে যায়। কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

এক প্রশ্নের জবাবে ওই বাজারের ফেরিওয়ালা মোফাচ্ছের আলী জানান, উলের সোয়েটারের দাম পড়ছে ১৫০ থেকে ২৫০ টাকা। জ্যাকেট ২০০ থেকে সাড়ে ৩০০ টাকা, ফুলহাতা গেঞ্জি ও বাচ্চাদের জামাসেট ৬০-১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

শীতের পোশাক কিনতে আসা পৌর শহরের নিউবাবু পাড়া মহল্লার আলেয়া বেগম বলেন, অনেক খোঁজ করে ছেলে-মেয়ে ও পরিবারের সবার জন্য সোয়েটারসহ কয়েকটি শীতের কাপড় কিনেছি। নিজের জন্য একটি উলের সোয়েটার কিনেছি। শীত বেশি পড়ায় দোকানিরা দামও বেশি চাচ্ছে। অনেক দর দামের পর তিনটি ট্রাউজার কিনেছি সাড়ে ৩০০ টাকায়। শাশুড়ির জন্য একটি সোয়েটার কিনেছি ১২৬ টাকায়। অন্য সময় এগুলো ৬০-৭০ টাকায় পাওয়া যেতো বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কম দামে ভাল কাপড় পাওয়া যায় ফুটপাতে। তাই আমাদের শেষ ভরসা ফুটপাত।

ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে এদিকে, ফুটপাতের দোকানি আবুল হোসেন জানান, তিন দিন ধরে বেচাকেনা বেশি হচ্ছে। সবাই ছোট সোনামনিদের জন্য বেশি কাপড় কিনছে। পাশাপাশি উলের সোয়েটার, মাফলার ও গরম কাপড়ের টুপিসহ অন্যান্য কাপড়ও ভালো বেচাকেনা হচ্ছে।

জেলা শহরের বড় বাজারের স্মৃতি গার্মেন্টসের মালিক মো. মকবুল হোসেন জানান, গত এক সপ্তাহ থেকে শীতের প্রভাব দেখা দিয়েছে। এখন কাটা কাপড়ে চাহিদা অনেকটা কমে গেছে। মানুষ এখন ফুটপাতের গরম কাপড়ের দোকানে বেশি ভিড় করছেন। উলের সোয়েটার, ট্রাউজার, মাফলার, জ্যাকেটসহ গরম কাপড় কিনতে ক্রেতারা ব্যস্ত বলে জানান তিনি।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা