X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কামান্নায় শহীদ ২৯ বীর মুক্তিযোদ্ধার ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২২:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:৩৩

কামান্নায় শহীদ ২৯ মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ২৯ শহীদ বীর মুক্তিযোদ্ধার ৪৯তম শাহাদাৎ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তান হানাদার বাহিনী ও রাজাকারদের গুলিতে এই ২৯ জন বীর মুক্তিযোদ্ধা কামান্না গ্রামে শহীদ হন।  এদের মধ্যে ২৭ জন ছিলেন অস্ত্র হাতে যুদ্ধ করা সৈনিক এবং বাকি দুজনের একজন ছিলেন তাদের গাইড ও অপরজন রান্নার বুয়া।

গ্রামটিতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের টিনের ঘর দুটি অবিকল সে অবস্থাতেই রয়েছে এবং সেদিনের বীভৎসতার স্মৃতি বহন করছে। মুক্তিযুদ্ধের সময় এটি ছিল মাধব ভুঁইয়া নামে এক ব্যক্তির বাড়ি। মুক্তিযুদ্ধের পর এটির দখলসত্ত্ব চলে যায় এলাকার কাজী পরিবারের হাতে। তবে সেই বাড়িটিসহ এর সংলগ্ন ৫ শতক জমি মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে আজ দান করেছেন পানু কাজীর ছেলে কাজী শাহিন উজ জামান রাসেল। এই জমির দলিল আজ জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করেছেন তিনি।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে এই বাড়িতে শহীদ হওয়া মুক্তিযোদ্ধারা হচ্ছেন মোমিন, কাদের, শহিদুল, সোলেমান, আ. রাজ্জাক (১), ওয়াহেদ, রিয়াত, আলমগীর, মতলেব, আলি হোসেন, শরিফুল, আনিছুর, আলিমুজ্জামান, তাজুল, মনিরুজ্জামান, মাছিম, আ. রাজ্জাক (২), কাওছার, সালেক, আজিজ, আকবর, সেলিম, হোসেন, রাশেদ, গোলজার, অধীর ও গৌর। তাদের সঙ্গে শহীদ হন তাদের গাইড ফণিভূষণ কুন্ডু ও রান্নার বুয়া রঙ্গবিবি।

এলাকার বয়োজ্যেষ্ঠরা জানান, অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক হওয়ায় মুক্তিযোদ্ধারা কামান্না গ্রামের মাধব ভুঁইয়ার বাড়িতে অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছিলেন। তবে তারা আক্রান্ত হবেন এমন সন্দেহ করেননি। ২৫ নভেম্বর রাতে খাবার খেয়ে মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে পড়েছিলেন। সেদিন ভোর রাতে বাড়িটি ঘিরে ফেলে পাকসেনা ও রাজাকাররা। তাদের গুলিতে একে একে শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা।

২৯ মুক্তিযোদ্ধা নিহত হওয়া বাড়ি ও সংলগ্ন ৫ শতক জায়গা দান করে এর দলিল জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করছেন ওই বাড়ির বর্তমান মালিক কাজী শাহিন উজ জামান।

দিবসটি পালন উপলক্ষে শৈলকুপা উপজেলা প্রশাসন ও ২৭ শহীদ স্মৃতি সংঘ  শহীদদের কবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

এদিন শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাগণ। এরপর জেলা প্রশাসকসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। 

ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবুল ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও রহমত আলি মন্টু।

বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতি আজ শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করে। পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা