X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যে কারণে বেড়েছে রডের দাম

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২০, ১৯:৫৯আপডেট : ০৬ জুন ২০২২, ১২:৫৩

রড দেশের বাজারে বেড়েছে রডের দাম। বাজারে গত সপ্তাহের চেয়ে টন প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের রড। উৎপাদনকারীরা বলছেন, বিশ্ববাজারে রড উৎপাদনের কাঁচামাল স্ক্র্যাপের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বাজারে রডের দাম বেড়ে গেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, নির্মাণ মৌসুম শুরু হওয়ায় বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে রডের দাম বাড়িয়ে দিয়েছেন উৎপাদনকারীরা।

জানা গেছে, বর্তমানে বাজারে চার ধরনের এমএস রড বিক্রি হচ্ছে। এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি বা অটো কারখানাগুলোতে তৈরি ৭৫ গ্রেড, সেমি অটো কারখানাগুলোতে তৈরি ৬০ গ্রেড, সাধারণ কারখানায় তৈরি ৪০ গ্রেড রড রয়েছে। এর বাইরে কোনও সিল বা গ্রেড ছাড়া এক ধরনের রড বাজারে বিক্রি হয়। যে রডগুলো বাংলা রড নামে পরিচিত।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এই সব রডের মধ্যে ৭৫ গ্রেডের রডের দাম বেশি বেড়েছে। গত এক সপ্তাহে টন প্রতি এই রডের দাম বেড়েছে ৩ থেকে ৪ হাজার টাকা। আগে যেখানে প্রতি টন বিক্রি হতো ৫০ থেকে ৫৫ হাজার টাকা। সেগুলো এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। বর্তমানে বিএসআরএম ব্র্যান্ডের প্রতি টন রড বিক্রি হচ্ছে ৬০ হাজার টাকা। একেএস ও কেএসআরএম ব্র্যান্ডের প্রতি টন বিক্রি হচ্ছে ৫৬ হাজার টাকা। জিপিএইচ ৫৪ হাজার টাকা এবং গোল্ডেন ইস্পাত টনপ্রতি ৫৩ হাজার ৫০০ টাকা বিক্রি হচ্ছে। অথচ এই একই রড এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল বিএসআরএম ৫৫ হাজার ৫০০ টাকা, একেএস ও কেএসআরএম ৫৩ হাজার থেকে ৫৩ হাজার ৫০০ টাকা এবং জিপিএইচ ও গোল্ডেন ইস্পাত ৫২ হাজার থেকে ৫২ হাজার ৫০০ টাকা। একই সময়ে ৩-৪ হাজার টাকা বেড়ে বর্তমানে সাধারণ ৪০ গ্রেডের প্রতিটন এমএস রড বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪৮ হাজার টাকা। এক সপ্তাহ আগে বাজারে একই মানের রড ৪৪-৪৫ হাজার টাকা বিক্রি হয়েছে।

এ সর্ম্পকে জানতে চাইলে আসাদগঞ্জের মেসার্স জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১০ থেকে ১২ দিনের মধ্যে কয়েক দফা রডের দাম বেড়েছে। ১০ দিন আগে যেসব রড প্রতিটন ৫০ থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি হতো, এখন সেই রড বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ হাজার টাকায়। গড়ে প্রতি টন রডের দাম বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উৎপাদনকারীরা দাম বাড়িয়ে দিয়েছেন তাই আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। নির্মাণ মৌসুম আসলে রডের চাহিদা বাড়ে। প্রতি বছর এই সময়ে উৎপাদনকারীরা দাম বাড়িয়ে দেন। কারখানাগুলোতে উৎপাদিত রডের পর্যাপ্ত মজুত রয়েছে। এরপরও অতি মুনাফা করতে চাহিদাকে পুঁজি করে রডের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা।’

তবে উৎপাদনকারীরা বলছেন, বিশ্ববাজারে রডের কাঁচামাল স্ক্র্যাপের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে রডের দাম বেড়ে গেছে।

এ সর্ম্পকে জানতে চাইলে কবির স্টিল রি-রোলিং মিলের (কেএসআরএম) উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রড উৎপাদনের কাচামাল স্ক্র্যাপের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে প্রতি টন স্ক্র্যাপের দাম ছিল ৩১০ ডলার। এখন বিক্রি হচ্ছে ৩৯০ ডলার। প্রতি টনে প্রায় ছয় থেকে সাড়ে ৬ হাজার টাকা দাম বেড়ে গেছে। এ কারণে রডের দাম বেড়ে গেছে।’ তিনি জানান, উৎপাদন মূল্যের সঙ্গে দামের সমন্বয় করতে রডের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

সম্প্রতি বিশ্ববাজারে ইস্পাত স্ক্র্যাপের তীব্র ঘাটতি সৃষ্টি হয়েছে জানিয়ে শাহরিয়ার জাহান রাহাত আরও বলেন, ‘বিশ্ববাজারে স্ক্র্যাপের ঘাটতি আছে। বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় ক্রমাগত দাম বাড়ছে। চীন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা তাদের দেশে স্ক্র্যাপ আমদানির অনুমতি দেবে; যা বর্তমান পরিস্থিতিকে আরও সংকটের দিকে নিয়ে যাবে। তখন বাংলাদেশে ইস্পাত উৎপাদনের বর্তমান সক্ষমতা বজায় রাখাও কঠিন হয়ে পড়বে। এই প্রভাব পড়েছে আমাদের স্থানীয় বাজারে। সুতরাং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে রডের দাম নির্ধারণ না করা হলে ইস্পাত খাত হয়ে পড়বে স্থবির। অথচ এসব শিল্প উদ্যোক্তাদের ওপর রয়েছে বাড়তি করের বোঝা।’

/আইএ/
সম্পর্কিত
রডের টন লাখ ছুঁই ছুঁই
৪ কারণে বেড়েছে রডের দাম, ক্যাবের দাবি সিন্ডিকেটের কারসাজি
‘ডলার সংকটের’ কথা বলে আবারও বাড়ানো হলো রডের দাম
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!