X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শত বছরের ঐতিহ্যবাহী রাস মেলা এবার হচ্ছে না

বাগেরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৪

 

শত বছরের ঐতিহ্যবাহী রাস মেলা এবার হচ্ছে না

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে রবিবার (২৯ নভেম্বর) রাস পূর্ণিমার পূজা ও সোমবার (৩০ নভেম্বর) পূণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সুন্দরবনের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা মেলা অনুষ্ঠিত হচ্ছে না। মেলা কিংবা উৎসব ছাড়াই সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের জন্য এবার শুধু রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নানে অংশগ্রহণের অনুমতি দিয়েছে বনবিভাগ। এই সময়ে দুবলার চরে যেতে পারবেন না কোনও পর্যটক ও অন্য কোন ধর্মের মানুষ।

তবে স্নানে অংশ নিতে বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়ে শনিবার সকাল ৮টা থেকে পূজা ও স্নানের উদ্দেশ্যে দুবলার চরের আলোরকোলে রওনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে শুক্রবার বিকাল থেকে সনাতন ধর্মের লোকজন তাদের নৌযান নিয়ে জড়ো হন মোংলার পশুর নদীর চিলা এবং জয়মনিতে। পূর্ব সুন্দরবনের বগি-বলেশ্বর হয়ে দুবলা ও পশুর নদী হয়ে সরাসরি দুবলা, এই দুই পথ দিয়ে বনবিভাগের বেধে দেওয়া করোনার বিধি-নিষেধ মেনে আলোরকোলে যেতে হবে পূর্ণ্যার্থীদের। এছাড়া পশ্চিম সুন্দরবন দিয়েও যাওয়ার জন্য রয়েছে আরও তিনটি পথ। এই পাঁচটি পথের বাঁকে বাঁকে থাকবে বনবিভাগের তল্লাশি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই পথ ছাড়া অন্যপথে চোরাইভাবে কেউ যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বনবিভাগ। একই সঙ্গে কোস্টগার্ডের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।

ঐতিহ্যবাহী রাস মেলা পূর্ণিমার তিথিতেই হয়ে থাকে। প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস পূজা ও স্নান উদযাপিত হয়ে আসছে। সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা এসময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে পাপ মোচন করার বিশ্বাস নিয়ে রাস পূজায় যোগ দিয়ে থাকেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, 'করোনা পরিস্থিতির কারণে এবার শর্তে সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে শুধু সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও পূণ্যস্নানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও ৩০ নভেম্বর সকালে চর সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্যদিয়ে রাস পূজা শেষ হবে।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান