X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, দুর্ভোগে সেবা প্রত‌্যাশীরা

পটুয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৭:৪৪আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:৩৬

দ্বিতীয় দিনেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, দুর্ভোগে সেবা প্রত‌্যাশীরা

নিয়োগবিধি সংশোধন করে বেতনবৈষম্য নিরাসনসহ চার দফা দাবিতে দিনেও কর্মবিরতি পালন করেন পটুয়াখালীর সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। ফলে জেলার টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রতাশীরা। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শহিদুল ইসলাম বিশ্বাস জানায়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখবেন কর্মচারীরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পটুয়াখালী জেলার প্রতিটি উপজেলা কমপ্লেক্সের সামনে চার শতাধিক স্বাস্থ্য সহকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১, ১২, ও ১৩তম গ্রেডে উন্নতি করতে হবে।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, 'আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে।'

সেবা প্রত্যাশী মোসা. হালিমা বেগম বলেন, 'আমি তিন দিনের বাচ্চাকে নিয়ে টিকা দিতে এসে দেখি হাসপাতালে টিকা কার্যক্রম বন্ধ। বাহিরে প্রচণ্ড শীত। এই পরিস্থিতি মধ্যে বাচ্চাকে নিয়ে বারবার বের হওয়া সম্ভব না।' হালিমা বেগমের মতো টিকা দিতে শিশু নিয়ে এসে আরও অনেকেই দুর্ভোগে পরেছেন।

দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, 'টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা বর্তমানে ১০টি মারাত্মক সংক্রমিত রোগের টিকা দেয় কিন্তু আমাদের সেভাবে মূল্যায়ন করা হয় না। আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই কিছু যৌক্তিক দাবি আমরা সরকারের কাছে তুলে ধরেছিলাম। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হবে, তা ২২ বছরেও বাস্তবায়ন হয়নি।'

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য মো. ইদ্রিস, মহাসিন মাহমুদ সদস্য মো. দেলোয়ার বিশ্বাস, সদস্য চন্দন জাহান, খালেদা খানম, খলিলুর রহমানসহ অনেকে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…