X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডাকাতির তিন মাস পর গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২০:৫৮

ডাকাতির তিন মাস পর গ্রেফতার ৪

তিন মাস আগে দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজমুল হাসান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতার চার জন হলেন- খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার আব্দুস সালামের ছেলে মো. নুরুল ইসলাম (৪৩), চট্টগ্রাম জেলার ভুজপুর বাগান বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম (৪২), নোয়াখালী জেলার সুধারাম এলাকার মফিজুর রহমানের ছেলে মো. মোশাররফ (২৬) ও একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে মো. ইব্রাহিম খলিল (৩২)।

নাজমুল হাসান বলেন, 'গত ২৯ অগাস্ট গভীর রাতে ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে মুহাম্মদ মহসিন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন ডাকাতরা তার বাড়িতে ঢুকে সাড়ে পাঁচ লাখ টাকা, ১০টি মোবাইল ফোন ও অন্তত ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এই ঘটনায় গত ৩০ আগস্ট মহসিন ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে লুট করা দুটি মোবাইলসহ একজনকে কর্নেল হাট থেকে, আরেকটি মোবাইলসহ আরেকজনকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর টানা তদন্ত চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত গাড়ির চালককে চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে আটক করা হয়েছে। শুক্রবার নগরীর কাঠগড় এলাকা থেকে সেলিম এবং হালিশহর এলাকা থেকে মোশারফ, পাহাড়তলী এলাকা থেকে নূরুল ইসলাম ও আকবর শাহ এলাকা থেকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম জানায়, কর্নেল হাট-বাজারে একটি স্বর্ণের দোকানে লুণ্ঠিত মালামাল বিক্রি করা হয়েছে। ওই দোকানে অভিযান চালিয়ে একটি চেইন ও কানের দুল উদ্ধার করে দোকানের মালিক রানা কান্তি দে’কে গ্রেফতার করা হয়।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া