X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ২৩:০৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২৩:১০

কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান (৫০) নিহত হয়েছেন। এ সময় এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকা বাইপাস সড়কের (নাওজোর-ভুলতা) ভোগড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এসআই সাইফুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর থানার কচুবাড়ি (কৃষ্টপুর) গ্রামের লুৎফর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকালে কনস্টেবল (কং-৭১৩) তুহিন মিয়াকে সঙ্গে নিয়ে গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো ক্যাম্প থেকে মোটরসাইকেলযোগে সিটি করপোরেশনের মোগরখাল এলাকার শিল্প পুলিশ লাইনে যাচ্ছিলেন উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান। দাফতরিক কাজে যাওয়ার পথে তারা ঢাকা বাইপাস সড়কের (নাওজোর-ভুলতা) ভোগড়া মোড় অতিক্রম করার সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান ও কনস্টেবল তুহিন সড়কের উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান মারা যান। পুলিশ চালক ও হেলাপারসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে।

আটককৃতরা হলো-ভোলার লালমোহন উপজেলার পন্ডিতবাড়ি এলাকার হারুন সিকদারের ছেলে কাভার্ড ভ্যানচালক আরিফ হোসেন (২০) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের ওসমান গনির ছেলে একই গাড়ির হেলপার আমজাদ হোসেন (১৯)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা