X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

হিলিতে পুলিশের বিরুদ্ধে আসামির টাকা আত্মসাতের অভিযোগ

হিলি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:৫০





 দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযানে পাচারের সময় ৫৪ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করে পুলিশ। আটকদের অভিযোগ, এসময় তাদের থেকে এক লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে পরবর্তী সময়ে এজাহারে সেই টাকার কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র ফেনসিডিল উদ্ধার দেখিয়ে এজাহার দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে আসামিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার অভিযান চালিয়ে অভিযুক্তদের ফেনসিডিলসহ আটকের দাবি করে পুলিশ। আটকরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামের রানা হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৬), জেলার বিরামপুর উপজেলার দেবীপুর-বনখুনজা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে টগর হোসেন (৩২) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাঁতীপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী মুক্তা বেগম (২৯)। এছাড়াও আরও দু’জনকে পলাতক আসামি করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই নিহার চন্দ্র রায়সহ পুলিশের একটি দল হিলির সিপি রোডে অবস্থান নেন। এসময় রিকশাযোগে এক ব্যক্তি সিপি রোডের দিকে আসলে পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেয়। রিকশাটি থামামাত্র যাত্রীর সিটে বসা এক ব্যক্তি পায়ের কাছে চটদিয়ে মোড়ানো কিছু একটা রেখে পালানোর চেষ্টা করে। এসময় টগর নামের একজনকে আটক করা হয়। পরে উপস্থিত সবার সামনে সেই সিলিন্ডারের ভেতর হতে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। টগরের দেওয়া তথ্য অনুযায়ী হিলির দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি এলাকায় মুক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালাানো হয়। সেখান থেকে আরও তিন সিলিন্ডার ফেনসিডিল উদ্ধার হয়। এ সময় সাবিনা ও মুক্তা নামের দু’জনকে আটক করা হয়। যদিও এসময় মনি ও চাঁদনি নামের আরও দু’জন পালিয়ে যায়।

পরে বাদী নিহার চন্দ্র রায় ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে এ ঘটনায় জড়িত তিন জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নম্বর-১৯, তারিখ- ২৬.১১.২০) দায়ের করেন। পরের দিন তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।

আসামি সাবিনার স্বামী রানা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ ওইদিন কোথা থেকে যেন এক লোককে ফেনসিডিলসহ আটক করে বাসায় নিয়ে আসে। বাসার সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করে এদের মধ্যে কেউ ছিল কিনা, তখন ওই ব্যক্তি এরা কেউ ছিল না বলে জানায়। এরপরে তারা অকথ্য ভাষায় গালাগালি করে আমার ছোটবোন চাদনির শোবার ঘরে ঢুকে সবকিছু তছনছ করে ড্রয়ারে দুই জায়গায় রাখা এক লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। সঙ্গে একটি সোনার আংটি ও চেইনও নিয়ে গেছে।

এরপরে তিনি বলেন, এই কথাগুলো আপনাদের বলছি, এ কারণে হয়তো প্রশাসন আমাকে নিয়ে যেতে পারে, আমার ক্ষতি করতে পারে। একই ধরনের অভিযোগ তার বাবা মুক্তার হোসেন ও তার মায়ের।

পুলিশি অভিযানের সময় সেখানে কর্মরত রাজমিস্ত্রি জনি হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলাম, এসময় বাসায় প্রথমে সিভিলে দু’জন লোক আসেন। তারা সবার নাম জিজ্ঞেস করছিলো। সে মোতাবেক সবাই তাদের নাম বলে। এর পরে চাঁদনি কে, তাকে দরকার জানিয়ে ঘরের ভেতরে গিয়ে ড্রয়ার খুলে কি যেন খুঁজতে শুরু করে। তবে টাকা নিয়েছে কিনা এ বিষয়ে কিছু বলতে পারবো না।

হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগ থাকলে কিছু করার নেই। আমি সেখানে তল্লাশির সময় শত শত লোক ছিল। এ ধরনের ঘটনা অসম্ভব। তাদের পরিবারের সবার বিরুদ্ধে মামলা হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের একটা আক্রোশ আছে আমাদের ওপর, তাই এধরনের অভিযোগ করছে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, টাকা নেওয়ার বিষয়টি সত্য হওয়ার কোনও সুযোগ নেই ও প্রশ্নই আসে না। আর যদি টাকা উদ্ধারের বিষয় থাকতো তাহলে মামলা আরও শক্তিশালী হতো মানি লন্ডারিংয়ের মামলা করতাম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীআগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০