X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একসময় মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই মামলা দেওয়া হতো: পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২১:১৬

অনুষ্ঠানে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে অন্যরা মুক্তিযোদ্ধারা একসময় এ দেশে চরম অবহেলার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, ‘একসময় আমরা মুক্তিযোদ্ধা পরিচয় লুকিয়ে চলতাম। মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই মামলা, হামলার শিকার হতে হতো। এসব কারণে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের অনেকের পড়াশোনা, ভরণ-পোষণ ঠিক মতো হয়নি। ৯৯ ভাগ মুক্তিযোদ্ধা জমি-সম্পদ হারিয়ে দরিদ্র হয়ে গেছেন। অন্যদিকে স্বাধীনতাবিরোধীরা এ দেশে একসময় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তারা ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন সুবিধা নিয়ে ধনী হয়ে গেছে।’

সোমবার (৩০) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠতলা ও লিফটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে কারো ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায়। অথচ কেউ কেউ ধাক্কা-ধাক্কি করে রাস্তায় ফেলে দিলেও নিউজ হয় না। কোনও কোনও সাংবাদিক হয়তো পত্রিকার কাটতির জন্য এ ধরনের সাংবাদিকতা করেন। আমরা জনগণের কাছে হেয়প্রতিপন্ন হলেও যারা রাজনীতি করি তারা ধৈর্য ধারণ করি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ব্যক্তি রেষারেষি করতে গিয়ে অনেক সময় ভালো কাজকেও বিতর্কিত করা হয়। সাংবাদিকদের এই দিকে খেয়াল রাখতে হবে। নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকতে হবে।’

গণমাধ্যমকর্মীদের সবসময় সত্যের পক্ষে থাকার আহ্বান জানান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রেস ক্লাবের বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, আইয়ুব হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা