X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কালিয়াকৈর বাজারসহ ৬ এলাকায় আগুন

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২১:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২২:০২

গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুন লেগে পুড়ে গেছে অর্ধ শতাধিক দোকান।  

গাজীপুরের কালিয়াকৈর বাজারে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হার্ডওয়ার, স্টেশনারি, মুদি, ঔষধ, কাপড়, টেইলার্স ও লেপতোষকের দোকানের মালামালসহ অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত ৮টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে এদিন রবিবার রাত ১০টা থেকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় আরও ৫টি আগুন লাগার ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, সন্ধ্যা সোয়া ৫টার দিকে কালিয়াকৈর বাজার রোডের একটি হার্ডওয়ারের দোকানে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা দাহ্য পদার্থের সংস্পর্শে আসায় আগুন মুহূর্তেই বাজার রোডসহ পাশের ফুলবাড়িয়া রোড ও কসিম উদ্দিন রোডের বিভিন্ন মার্কেট ও দোকানে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। অধিকাংশ দোকানপাট পানিরওপর কাঠ দিয়ে নির্মিত হওয়ায় এবং উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত ৮টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা। আগুনে কালিয়াকৈর বাজার এলাকার ওই তিনটি রোডের হার্ডওয়ার, স্টেশনারি, মুদি, ওষুধ, কাপড়, টেইলার্স ও লেপতোষকেরসহ অর্ধশতাধিক দোকান ও মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শ্রীপুরের কামরুল হাসানের ভাঙারি দোকান আগুন লেগে পুড়ে ছাই

গত ২৪ ঘণ্টায় আরও ৫ জায়গায় আগুন

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার সকাল ১০টায় উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ এলাকার কামরুল হাসানের ভাঙারি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। 

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, সোমবার ভোরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় লেপ-তোষকের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে সেখানে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, রবিবার দিবাগত রাত ১০টায় টঙ্গীর মিলগেট এলাকায় একটি তিন তলা ভবনের নিচ তলায় কামাল হোসেনের ঝুট ও তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, রবিবার রাত ১টার দিকে জোড়পুকুর এলাকায় একটি বাজারে আগুন লাগে। আগুনে মাছ, মুরগি ও সবজির পাঁচটি দোকান পুড়ে গেছে। এছাড়াও ওই রাতেই গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। আগুনে ওই বাড়ির তিনটি টিনশেড ঘর পুড়ে গেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসব ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা