X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাটাখালী ও পুঠিয়া পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০৫:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৫:১০

কাটাখালী পৌরসভায় আ.লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া পৌরসভার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) ওই দুই উপজেলা নির্বাচনি অফিসারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা।

কাটাখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত মিলে সাত প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পবা উপজেলা নির্বাচনি কর্মকর্তা শহীদুল ইসলাম প্রামাণিক। তিনি জানান, দলীয় টিকিট পেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, আওয়ামী লীগের আব্বাস আলী ও বিএনপির সিরাজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবদুল মোতালেব, আবু সামা ও খোকনুজ্জামান মাসুদ। আর জামায়াতের দুই প্রার্থী হলেন মাজেদুর রহমান ও আবদুল হাই।

তিনি জানান, এ পৌরসভায় মেয়র পদে ৭ জন , সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে, পুঠিয়া পৌর নির্বাচনে মেয়র পদে চার জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পুঠিয়া উপজেলা নির্বাচনি কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখানে আওয়ামী লীগের প্রার্থী ও পুঠিয়া পৌরসভার বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি থেকে মনোয়নপত্র দাখিল করেছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, যুবলীগ নেতা গোলাম আজম নয়ন মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এর পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রতিটি পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা