X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫

রাবি ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে নোটিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিকাল তিনটার পর শিক্ষার্থীদেরসহ জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, কাজলা ও বিনোদপুর গেটে এ বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এদিন সন্ধ্যা থেকে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে দেখা গেছে। তবে বিকাল তিনটার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সরব হয়েছেন তারা।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদপুর গেট হয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় বাধার সম্মুখিন হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। এ নিয়ে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি জানান, শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন শিক্ষককে ফোন করে তিনি বিসয়টি জানান। পরবর্তীতে ওই শিক্ষক পুলিশের কাছে তার সাংগঠনিক পরিচয় জানিয়ে প্রবেশ করতে দিতে বলেন।

ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞায় ফেসবুকে শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রশাসনের এ সিদ্ধান্তকে হটকারী উল্লেখ করে মিশু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (শুক্রবার) বিকাল তিনটার পর ক্যাম্পাসে ঢুকবো। যদি বাধা দেওয়া হয় তবে বাইরে থেকে গেটে তালা ঝুলিয়ে দিবো। যদি আমরা ঢুকতে না পারি, তবে তিনটার পর তাদেরও বের হওয়ার দরকার নাই।’

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হুমায়ুন কবির ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে পোস্ট দিয়ে অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ স্থানীয় হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় কাজলা গেট দিয়ে রিকশা করে বহিরাগতদের প্রবেশে বাধা দেয়নি পুলিশ। অথচ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন।

রাবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের ক্ষোভ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সম্প্রতি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বেড়েছে। এরা এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে তারা। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল তিনটার পর ক্যাম্পাসে শিক্ষার্থীসহ সাধারণের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে জরুরি প্রয়োজনে যেকোনও শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের বাধা দিলেও বহিরাগতদের প্রবেশে বাধা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারপরেও কোনও বহিরাগতরা যদি ঢুকে পড়ে, সেক্ষেত্রে করার কি আছে? তারপরেও আমাদের আরও সচেতন হতে হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া