X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেড়ায় আ.লীগ প্রার্থীর মিছিলে হামলা, আহত ১৫

পাবনা প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ২৩:০১আপডেট : ১১ মার্চ ২০১৬, ২৩:০১

পাবনায় কৃষক সমিতির নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মিছিলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় চাকলা ইউনিয়নের তারাপুরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে আলামিন (২৫), রফিকুল (২০), কেরামত (৪০), শরিফুল (২৫), আলামিন (১৮), রমজান (৪০), লুৎফর (৫৫), উজ্জ্বল (৪০), মান্না (৪০) ও কেরামতকে (৩৫) বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চাকলা ইউনিয়নের তারাপুর প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক  হোসেনের নৌকা প্রতীকের নির্বাচনি বৈঠক ছিল। বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিকাল ৫টা থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা ওই বৈঠকে যোগ দেন। এরই এক পর্যায় বাগজান গ্রাম থেকে একটি মিছিল বৈঠকস্থলে আসার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম হোসেনের বাড়ির কাছে আসা মাত্রই মিছিলে অতর্কিতভাবে শামীমের বাড়ির পাশ থেকে হামলা চালানো হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং প্রাণ ভয়ে লোকজন পালাতে থাকে।
সন্ধ্যার দিকে তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখার সময় আবার শামীমের নেতৃত্বে একটি মিছিল ওই বৈঠকে আসার চেষ্টা করে। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপস্থিত বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ব্যাপারে শামীমের সঙ্গে যোগযোগ করা হলে তিনি ঘটনা সত্যতা অস্বীকার করে বলেন, ফারুক হোসেনের লোকজনই তার বাড়িতে হামলা চালিয়েছে।
আর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া