X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাবির শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা: তদন্ত কমিটি

রাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৮:৩০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর করা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পায়নি ওই ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি। মঙ্গলবার সিন্ডিকেটে তদন্ত কমিটির প্রতিবেদন আলোচনা শেষে অভিযোগকারী ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য উজ্জল হোসেন।
অভিযোগকারী ভাষা বিভাগের শিক্ষার্থী শাপলা সুলতানা রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। অন্যদিকে অভিযুক্ত এ টি এম রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর শাপলা ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। অন্যদিকে এ ঘটনায় প্রতিকার চেয়ে সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করেন ওই শিক্ষক।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। অপরদিকে ২২ ডিসেম্বর রোকেয়া হলের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে শাস্তির দাবি করে উপাচার্যের কাছে পাল্টা চিঠি দেন।
এরপর ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎকালীন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। মঙ্গলবার সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উত্থাপন করা হয়। আলোচনা শেষে যৌন হয়রানির সত্যতা না পাওয়ায় ওই ছাত্রীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে বড়কুঠি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে যাত্রা শুরু করেছিল রাজশাহী নগরের ঐতিহ্যবাহী বড়কুঠি ভবনে। পরে মতিহারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থানান্তর করার পর পদ্মাপাড়ে অবস্থিত বড়কুঠি ভবনটি বিশ্ববিদ্যালয় ক্লাব স্থাপন করা হয়। সম্প্রতি বড়কুঠি ভবনটি নিজেদের তত্ত্বাবধানে নিয়ে তার ‘উন্নয়ন’ করার প্রস্তাব দিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন। এ প্রস্তাব নিয়ে মঙ্গলবারের সিন্ডিকেট সভায় আলোচনা হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী এই ভবনটি সিটি করপোরেশনের অধীনে দেওয়ার বিরোধিতা করেন সিন্ডিকেট সদস্যরা। ফলে বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে বড়কুঠি ভবন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?