X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লিপু হত্যাকাণ্ড: রুমমেটের ৪ দিনের রিমান্ড

রাজশাহী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৫:৫০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৫:৫০

মনিরুল ইসলাম ওরফে মনির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন ওরফে লিপু (২৩) হত্যা মামলায় গ্রেফতার তার রুমমেট মনিরুল ইসলাম ওরফে মনিরের (২৩) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আসগর তার এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার আসামি মনিরের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। বুধবার দুপুরে শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সন্ধ্যায় তাকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে লিপু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’ মোতালেব হোসেন লিপু

আসামি মনিরের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়া গ্রামে। তার বাবার নাম মহিদুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন তিনি। থাকতেন আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে। একই কক্ষে থাকতেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু। গত ২০ অক্টোবর হলের ডাইনিংয়ের পাশের একটি ছোট নালার ওপর তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

লিপুর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার মুকিমপুর গ্রামে। তার বাবার নাম বদর মোল্লা। লিপুর লাশ উদ্ধারের দিনই তার চাচা বশির মোল্লা বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই দিন লিপুর রুমমেট মনিরসহ চারজনকে আটক করে পুলিশ। পরে রাতে জিজ্ঞাসাবাদ শেষে মনির ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়। তিন দিন পর গত রবিবার মনিরকে লিপু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপরই বুধবার তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হলো।

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাক ছবির মস্কো জয়, স্বপ্নের মতো লাগছে নির্মাতার
নির্বাক ছবির মস্কো জয়, স্বপ্নের মতো লাগছে নির্মাতার
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে