X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ২০:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:৪৯

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, এর কোনও বিকল্প নেই, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা কাজীপুরে শহীদ এম মনসুর আলীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবে।’

শহীদ এম মনসুর আলীর রাজনৈতিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসার কথা উল্লেখ করে নাসিম বলেন, ‘আমার পিতা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। গ্রামের সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। মনসুর আলী জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি মোস্তাকের মতো বেঈমান নন।’

শহীদ এম মনসুর আলীর জন্মশতবার্ষিকীতে তার নির্বাচনী এলাকায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে শহীদ এম মনসুর আলী কল্যাণ ট্রাষ্ট্রের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সোনামুখী বাজারে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল কুমার ভৌমিক। এছাড়াও সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, শহীদ মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মল হক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এসব অনুষ্ঠানে বক্তব্য দেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে