X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিশ্বের সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৬:০৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৬:০৬

সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ভারত, আমেরিকাসহ বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রেই ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশেও আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।’ রবিবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজেন কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ওবামা নিজেই ক্ষমতায় থেকে তার দলের প্রার্থী হিলারির পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। তারপরও বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধে ভারত-পাকিস্তানসহ ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের পুলিশ জীবন দিয়ে জঙ্গিবাদ নির্মূল করেছে। বাংলাদেশের পুলিশ এখন সাহসী। জঙ্গিবাদ, সন্ত্রাস আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না।’ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ-জনগণের সেতুবন্ধন সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ পুলিশের বন্ধু হবে তবে মাদক ব্যবসায়ী, জঙ্গি, সন্ত্রাসীরা যেন কখনও প্রশ্রয় না পায়। আর কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা যেন নিজেকে পুলিশের হর্তাকর্তা না ভাবেন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’

জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী মম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশের আইজিপি এ.কে.এম.শহিদুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হাসান, র‌্যাব-১২ এর অধিনায়ক মো. শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক বিমল কুমার দাস, জান্নাত আরা হেনরী, হেলাল উদ্দিন, গাজী সাঈদুর রহমান প্রমুখ।

/বিএল/

আরও পড়ুন:
কোনও দেশই জঙ্গিদের সঙ্গে চুক্তি করেনি: আইজিপি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে