X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাবিতে ‘আইএস’ সন্দেহে আটক তিন

রাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৭:৩০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:২৭

রাবিতে ‘আইএস’ সন্দেহে আটক তিন

কথিত জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীরা এক জনকে আটক করেছে পুলিশে দিয়েছে। এছাড়া সন্দেহজনক আচরণের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে টুকিটাকি চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আইএস সন্দেহে আটক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন (নরসিংদী), জুবায়েরের সঙ্গে যোগাযোগ থাকায় প্রাণরসায়ণ ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মকসুদুল হক (কিশোরগঞ্জ) এবং সন্দেহজনক আচরণের কারণে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল তৌফিক (পাবনা)। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ফেসবুকে আইএস সম্পর্কে বিভিন্ন লেখা শেয়ার দেওয়ায় জুবায়ের হোসেনকে ৪-৫ দিন ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। জুবায়ের তার ফেসবুকে আইএসের কার্যক্রম ও জিহাদী লেখা শেয়ার দিতো। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আমরা তাকে ডেকে জিজ্ঞাসাবদ করি। এসময় তার ফোনে আইএস এর যুদ্ধের ভিডিও ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাঙ্গ করে গাওয়া গান পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘পরে জুবায়েরের দেওয়া তথ্যে মাকসুদুল হককে এবং তৌফিকের আচরণ সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করি। এরপর তাদের তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।’

আটক জুবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা (আইএস) যে কাজগুলো করে সেগুলো ঠিক না বেঠিক তা বোঝার জন্য আমি তাদের পোস্টগুলো পড়তাম। কোরআন হাদিস থেকে সেখানে লেখা থাকতো, তাই তাদের লেখা ভালো লাগতো বলে পড়তাম।’

এক প্রশ্নে জবাবে জুবায়ের আরও বলেন, ’ফেসবুকে আমার নাম ‘মধ্যরাতের অশ্বারোহী’ রাখার পর থেকে ওই আইডিগুলো থেকে আমার কাছে রিকোয়েস্ট আসে। তারপর থেকে আমি তাদের পোস্টগুলো পড়তাম। আমি শুধু তাদের পোস্ট পড়তাম।’ তাদের সঙ্গে তার কখোনও যোগাযোগ হয়নি বলে তিনি দাবি করেন।

জানা যায়, জুবায়েরকে জিজ্ঞাসাবাদ করার সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে মকসুদুলকে বিনোদপুর থেকে ধরে নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে জিজ্ঞাসাবাদের সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া তৌফিকের আচরণ সন্দেহ হওয়ায় তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ছাত্রলীগ আইএস সন্দেহে তিনজনকে আমাদের কাছে তুলে দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেব।’

/জেবি/

আরও পড়তে পারেন: বিএনপি ফতোয়া দিলেও হাওরবাসীর পাশে দাঁড়াচ্ছে না: ত্রাণমন্ত্রী 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে