X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ায় র‌্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৭:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৪২

র‌্যাবের হাতে গ্রেফতার চার ছিনতাইকারী

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদের বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে দুটি মোটরসাইকেল ও দুটি ছুরিসহ গ্রেফতার করে।

তারা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহলি গ্রামের আলিম উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন সেলিম (৩০), একই এলাকার আফতাব আলীর ছেলে এমদাদুল হক হৃদয় (২৫), হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান রনি (২০) ও পশ্চিম বড়াই গ্রামের মো. সিরাজের ছেলে মো. শাহীন (২২)।

রবিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান প্রেস ব্রিফিং-এ জানান, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উজ্জ্বল ও এমদাদ দুপচাঁচিয়া উপজেলার আলোহালি পদ্মপুকুর এলাকায় সুলতান আলী প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটর সাইকেল (বগুড়া-হ-১৩-৯৯৭৯) নিয়ে পালিয়ে যায়। সুলতান আলী পূর্ব আলোহালী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে এবং স্থানীয় ঊষা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির পণ্য সরবরাহকারী। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী আফরোজা বেগম চার জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। ১৪ এপ্রিল রাতে গোপন খবরের ভিত্তিতে বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে উজ্জ্বল ও এমদাদকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রনি ও শাহীনকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ছিনতাই করা দুটি মোটরসাইকেল ও দুটি ছুরি পাওয়া গেছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, এ চক্র আগেও কয়েকটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তারা গ্রেফতার হওয়ায় এলাকাবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!