X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে সন্তান নষ্টের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০২





বগুড়া বগুড়া শহরে শাপলা বেগম (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি দিয়ে তিন মাসের সন্তান নষ্টের অভিযোগ উঠেছে শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল হাসান দারুনের বিরুদ্ধে। শাপলা বেগম শহরের চেলোপাড়া এলাকার শাফি আহম্মেদের স্ত্রী। শাপলার শাশুড়ি সুলতানা বেগম এ ব্যাপারে সদর থানায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের চেলোপাড়া এলাকার শাফি আহম্মেদ স্থানীয় অগ্রগতি সমিতি থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। এ সমিতির মালিক ছাত্রদল নেতা দারুনের স্ত্রী কুলসুম। শাফি সুদসহ ২০ হাজার টাকা পরিশোধ করলেও সমিতির লোকজন তার কাছে আরও ৩০ হাজার টাকা দাবি করে। বাড়তি টাকা দিতে না চাওয়ায় সমিতির লোকজন গত ১১ সেপ্টেম্বর বিকালে শাফি আহম্মেদের বাড়িতে যান। তার অনুপস্থিতিতে বাড়ির আসবাবপত্র বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। শাফির স্ত্রী শাপলা বেগম বাধা দিলে তাকে দারুনের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিলঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। দারুন ওই গৃহবধূর পেটে লাথি দেয়। লাথি মারায় গৃহবধূর প্রচুর রক্তক্ষরণ হয় এবং গর্ভের তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। গুরুতর আহত শাপলা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শাপলার শাশুড়ি ১৭ সেপ্টেম্বর সদর থানায় ছাত্রদল নেতা রবিউল হাসান দারুন, তার স্ত্রী কুলসুম, ভাই আন্দালিব ও ভগ্নিপতি বারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নারুলী ফাঁড়ির এসআই আবদুল হাই জানান, আসামি দারুন আত্মগোপন করেছে। এছাড়া তার স্ত্রীসহ অপর তিন আসামি আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে। অভিযুক্ত দারুন বাড়িতে না থাকায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে