X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নৌকার বিজয় হবেই হবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:২৫

মঙ্গলবার নিজ এলাকা কাজিপুরে গণসংযোগে যান মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জসহ সারা দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই। নৌকার বিজয় হবেই হবে। উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে ইনশাল্লাহ। শুধু দেশের মানুষই নয়, উন্নয়নে বিস্মিত বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছে। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।’

তিনি মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাবনার নির্ধারিত কর্মসূচি বাতিল করেন। পরে মন্ত্রী নিজ নির্বাচনি এলাকা কাজিপুরে আকস্মিক গণসংযোগে নেমে ভোটারদের এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরকারি প্রোটোকল ছাড়াই ব্যক্তিগত নিরাপত্তায় পতাকাবিহীন নিজস্ব গাড়ি নিয়ে তার নির্বাচনি এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জে গণসংযোগে অংশ নেন।

তিনি গণসংযোগের সময় ভোটারের কাছে বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনা করে বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া সিরাজগঞ্জ, কাজিপুরসহ দেশে দৃশ্যমান উন্নয়ন কেউ করেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়েছেন। আর এ উন্নয়নের বিনিময়ে নৌকা মার্কায় একটি করে ভোট দিন।’ কর্মীদেরও তিনি বিনয়ের সঙ্গে ভোট চাওয়ার আহ্বান জানান।

বিজয়ের মাসের (৩০ ডিসেম্বর) নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনও বিকল্প নেই। গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে।’

মোহাম্মদ নাসিম কাজিপুরের পাঁচগাছি, সোনামুখী, সিরাজগঞ্জ সদরের ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করে সন্ধ্যায় জেলা সদরে সিরাজগঞ্জ-২ নির্বাচনি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন। তিনি ভিক্টোরিয়া কোয়ার্টার সড়কে জেলা আওয়ামী লীগের সদস্য, যুবলীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত অ্যাড. গোলাম হায়দারের বাসায় যান এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তার সাথে ছিলেন অ্যাডভোতেট কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হাজী ইসহাক আলী, আব্দুল বারী সেখ, অ্যাডভোকেট পান্না, বদরুল আলম প্রমুখ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে, ঢাকায়ও গরম বেড়েছে
৫ অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে, ঢাকায়ও গরম বেড়েছে
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
বাংলাদেশ-সৌদির উদ্যোগে ইউরিয়া সার কারখানার সমীক্ষা সম্পন্ন
বাংলাদেশ-সৌদির উদ্যোগে ইউরিয়া সার কারখানার সমীক্ষা সম্পন্ন
২০০১ সালে আলোচিত সেই ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
২০০১ সালে আলোচিত সেই ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার