X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

 

গ্রেফতার বগুড়ার নন্দীগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে পাঁচ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে পালানোর সময় জনগণ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, একজোড়া হ্যান্ডকাফ, একটি ওয়ারলেস সেট ও নগদ ৫ লাখ ৭ হাজার টাকা পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার চাকলমা বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু তাদের বিরুদ্ধে বুধবার নন্দীগ্রাম থানায় ডাকাতি মামলা করেছেন।

বুধবার বিকালে এ খবর পাঠানোর সময় পুলিশ তাদের নিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার বলিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে শাহাবুদ্দিন (৩৮), ঝালকাঠির নলসিটি উপজেলার কাঠিপাড়ার আবদুর রহমানের ছেলে সুমন ওরফে সোহেল (২৮), শরীয়তপুরের সখিপুর উপজেলার কানুঘুঘু সাহেবেরকান্দির নুরুল হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকোড়া গ্রামের মৃত আরজ মিয়ার ছেলে ইকবাল হোসেন (৪০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলদিহাটা গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে মাইক্রোবাস চালক সুরুজ (২৭)।

এজাহার সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামের তসির উদ্দিনের ছেলে ধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ টাকা তুলে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। রিকশা নামুইট এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-ট-১৯-২৯৩৮) তার পথরোধ করে। এরপর আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী বাবুকে হ্যান্ডকাফ লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। অটোরিকশা চালক ঘটনাটি বাবুর পরিবারকে জানালে তারা নন্দীগ্রাম থানা ও ডিবি পুলিশে খোঁজ করে বাবুর সন্ধান পাননি। পরে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে মাইক্রোবাস ও টাকা ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের খুঁজতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যার পর চাকলমা বাজারে মাইক্রোবাসটি দেখে জনগণের সন্দেহ হয়। তারা মাইক্রোবাস ঘেরাও করলে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে। তখন বিক্ষুব্ধ জনতা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুকে উদ্ধার ও ৫ ডাকাতকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোবাসসহ ৫ ডাকাতকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ৫ লাখ ৭ হাজার টাকা, একটি ওয়্যারলেস সেট, একজোড়া হ্যান্ডকাফ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, গ্রেফতার ৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির শিকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে ডাকাতি ও পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে মামলা করেছেন। বুধবার বিকালে পুলিশ তাদের নিয়ে অপর আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড