X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৯:০৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:০৩

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ সিরাজগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তার নাম নরেন গোপাল চক্রবর্তী (২৮)। বুধবার (১৭ এপ্রিল) ভোররাতে তিনি এই হাসপাতালে ভর্তি হন। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় গোপাল সকালের দিকে মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। নরেন জেলার বেলকুচি উপজেলার গারামাসি গ্রামের নব কুমার চক্রবর্তীর ছেলে।

গোপালের মামা উজ্জ্বল চক্রবর্তীর অভিযোগ করেন, শ্বাসকষ্ট হওয়ায় গোপালকে মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত একটায় জেলা সদরের হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামিমুল ইসলাম দেখে দ্রুত তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের ভর্তির পর রাতে কোনও চিকিৎসক তাকে দেখেননি। ৪০৩ নম্বর রুমে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে বারবার অনুরোধ করেও তিনি আসেননি। চিকিৎসা অবহেলা বুধবার সকালে তার ভাগ্নে মারা যায়।

ওয়ার্ডের নার্সিং ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভিন জানান, রাতে ছিলাম না। সকালে রোগী মারা গেছে। একুইট পেইন (পেট ব্যাথা) নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি তার অ্যাজমা ও হৃদরোগও ছিল।

ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র কনসালট্যান্ট আবু রায়হান ভূইয়া বলেন, ‘হাসপাতালে এখন চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে এমন কিছু জটিল রোগী এমন সময় আসেন, সে তখন আমাদেরও করার কিছু থাকে না।’

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বলেন, ‘রোগীর পেটে প্রচণ্ড ব্যথা (অ্যাকিউট অ্যাবডমিন) ও ফুসফুসে সংক্রামন ছিল। যে কারণে তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, ‘স্বজনরা গণমাধ্যমকর্মীদের কাছে চিকিৎসা অবহেলার অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা মৌখিক বা লিখিত কোনও অভিযোগ করেননি। অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতো। তারপরেও এটি খতিয়ে দেখতে আরএমও কে নির্দেশ দেওয়া হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ