X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চামড়ার দাম কম, নওগাঁয় লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

নওগাঁ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১১:৫৮আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১১:৫৮

চামড়ার দাম কম, নওগাঁয় লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁয় কোরবানি পশুর চামড়া কিনে মাথায় হাত মৌসুমি ব্যবসায়ীদের। বেশি দামে চামড়া কিনে বিক্রি করতে গিয়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়া তারা লোকসানের মুখে পড়েছেন। তারা জানান, হাটে বড় চামড়া ব্যবসায়ীরা না আসায় চামড়ার দাম কমে গেছে।
নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাড. আব্দুর বারি বলেন, কোরবানি পশুর চামড়ায় গরীব-মিসকিনদের হক রয়েছে। তবে চামড়ার দাম এবার কম হওয়ায় বঞ্চিত হচ্ছেন গরীব-মিসকিনরা। আর মাঝখান থেকে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। এই ঈদে মৌসুমি ব্যবসায়ীরা অনেকেই লোকসানে পড়েছেন। চামড়া কিনে বিপদে পড়তে হয়েছে তাদের। কেউ কেউ কেনা দামের চেয়ে কম দামে বিক্রি করেছেন।
এবার ঈদে নওগাঁয় গরুর চামড়া ২০০-৪৫০ টাকায় ও ছাগলের চামড়া ৫০-৮০ টাকায় বিক্রি হয়েছে।
পাটালির মোড়ের মৌসুমি ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, ৬০ হাজার টাকার চামড়া কিনে ৫৮ হাজার টাকায় বিক্রি করছি। সারা দিন পরিশ্রম করে ২ হাজার টাকা ক্ষতি হয়েছে।
বোয়ালিয়া গ্রামের আইজার হোসেন বলেন, ছাগল কোরবানি দিয়ে হাটে চামড়া বিক্রি করতে এসেছি। ৩০ টাকায় চামড়া বিক্রি হয়েছে। গত বছর এই চামড়ার দাম ১৩০ টাকা ছিল বলে জানান তিনি।
সুলতানপুর গ্রামের মৌসুমি ব্যবসায়ী সিদ্দিক বলেন, এবার চামড়া কিনে বিপাকে পড়েছি। বড় ব্যবসায়ীরা হাটে না আসায় চামড়া দাম পানির দর। ষাঁড়ের চামড়া তিনশ’ টাকা করে কিনে ২০০-২৫০ টাকা বিক্রি করতে হয়েছে।
নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মমতাজ হোসেন বলেন, ‘ঢাকা থেকে ট্যানারি ব্যবসায়ীরা আমাদের দাম নির্ধারণ করে দিয়েছে। তাদের নির্ধারিত দামেই আমরা চামড়া কিনছি এবং মৌসুমি ব্যবসায়ীদের বলে দিয়েছি। আমাদের যেভাবে নির্দেষ দেওয়া হয়েছে সেভাবেই চামড়া কিনছি। দাম কম বা বেশি ঢাকায় নির্ধারণ হয়ে থাকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই