X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বৃদ্ধাকে খুন করে টাকা ও স্বর্ণালংকার লুট

জয়পুরহাট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৮:৫৮

 

জয়পুরহাট জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামে সপ্তমী রাণী (৬০) নামে এক বৃদ্ধাকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

পরিবারের দাবি, নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করার জন্যই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দিনের বেলায় সপ্তমী রাণীকে খুন করে পালিয়ে গেছে। তবে পুলিশের দাবি, লুট নয়, সুদের টাকা নিয়ে নিহতের স্বামী বিশ্বনাথ বসাকের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের পরিবার, গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বিশ্বনাথ রায়কালী বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুপুরে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে স্ত্রী সপ্তমী রাণীকে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে পেছনের দরজা ভেঙে ঘরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। এ সময় প্রতিবেশীরা এসে ঘরের মেঝেতে বৃদ্ধার গলাকাট মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের স্বামী বিশ্বনাথ জানান, রায়কালী বাজারে কাপড়ের ব্যবসা তার। আজ দোকান থেকে দুপুরে বাড়িতে ভাত খেতে এসে অনেক ডাকাডাকি করেও তার স্ত্রীর কোনও সাড়াশব্দ পাননি। পরে বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ দেখে চিৎকার করেন। এ ঘটনার পর বাড়িতে রাখা নগদ দুই লাখ টাকা এবং বেশ কিছু স্বর্ণালংকার খুঁজে পাচ্ছেন না তিনি। তার ধারণা, টাকা ও স্বর্ণালংকার লুট করার জন্যই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দিনের বেলায় তার স্ত্রীকে খুন করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন,‘খুন হওয়ার পর ওই নারীর শরীর থেকে সোনার চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে। কাজেই লুটের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই