X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিল না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে নেসকোর কর্মকর্তারা লাঞ্ছিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১১:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১১:৫৩

নেসকো বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সিরাজগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকে) ৫ কর্মকর্তা ও কর্মচারী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পৌর জেলা শহরের দত্তবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ নেসকোর কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে। গ্রাহকদের অভিযোগ, নেসকো গত ৪ মাস তাদের বিলের কোনও কাগজ না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করেছে।  

এ ঘটনায় নেসকোর দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আসিফ রহমান বাদী হয়ে ১১ জনের নামে মামলা করেছেন।

ভুক্তভোগী গ্রাহক ও আসামি নুর মোহাম্মদ বলেন, ‘আমার মামা আব্দুস সালামকে  গত ৪ মাস হলো নেসকো কোনও বিল দেয়নি। অথচ নেসকোর লোকজন বৃহস্পতিবার সকালে দলবল নিয়ে তার সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন। এলাকার মুরব্বিরা তাৎক্ষণিক বিল দেওয়ার শর্তে সংযোগ বিচ্ছিন্ন না করতে নেসকোর লোকজনকে অনুরোধ জানাই।  তারা কথা না শুনে হম্বিতম্বি করে সংযোগ বিচ্ছিন্ন করলে এলাকাবাসী ক্ষেপে যায়।এ নিয়ে বাগবিতণ্ডার হয়, তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি।’

নুর মোহাম্মদের প্রতিবেশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কেএম হোসেন আলী বলেন, ‘নেসকোর লোকজনকে মারধর ও লাঞ্ছিত করাটা আমরা কখনও সমর্থন করি না। নিয়মিত বিল না দিয়ে বিনা নোটিশে সংযোগ বিচ্ছিন্ন করাটাও তো যুক্তিযুক্ত নয়। এটিও গ্রাহক হয়রানিরর শামিল।’

মামলার বাদী নেসকোর সহকারী প্রকৌশলী আসিফ রহমান বলেন, ‘ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। কর্মকর্তা ও কর্মচারীদের গাড়িসহ আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।’

নির্বাহী প্রকৌশলী গোবিন্দ চন্দ্র সাহা বলেন, অফিসের কাজে রাজশাহী আসলেও আইনগত ব্যবস্থা গ্রহণে সহকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহকের সঙ্গে নেসকোর লোকজনের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নেসকো মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
চীনে সড়ক ধসে নিহত ১৯
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার