X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আইসোলেশনে ভর্তি কিশোর সুস্থ হয়ে বাড়ি ফিরলো

রাজশাহী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১০:৫৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১০:৫৫

রাজশাহী করোনা আক্রান্ত সন্দেহে রাজশাহীতে সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি এক কিশোর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর শুক্রবার (৩ এপ্রিল) তাকে ছেড়ে দেওয়া হয়। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ছয়জন পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

২৯ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সে জ্বর ও শুকনো কাশিতে ভুগছিল। ১ এপ্রিল রামেকের ভাইরোলজি বিভাগে স্থাপিত ল্যাবে ওই কিশোরের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাসের লক্ষণ আছে এমন রোগীদের জন্য রামেক হাসপাতালের অধীনে সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়। করোনাভাইরাস শনাক্ত এবং এই ভাইরাস সংক্রমিত হয়েছে। এমন রোগীদের চিকিৎসার জন্য রামেক হাসপাতাল কর্তৃপক্ষ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদকে আহ্বায়ক করে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করেছে।

আজিজুল হক বলেন, ওই কিশোরের জ্বর ও শ্বাসকষ্ট ছিল। মাঝখানে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন তার বুকের এক্স-রে করা হয়। দেখা যায়, তার অবস্থা স্বাভাবিক। আতঙ্কে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। সে ঘুমের মধ্যে স্বাভাবিক ছিল। এরপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ২ এপ্রিলই তাকে ছুটি দেওয়া যেত। চিকিৎসকেরা তার নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। প্রতিবেদন পাওয়ার পর শুক্রবার সকালে তাকে ছাড়া হয়েছে।

আজিজুল হক আজাদ আরও বলেন, ওই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই কিশোর একমাত্র রোগী হিসেবে চিকিৎসাধীন ছিল। রামেক হাসপাতালে আরও ছয় জন তাদের পর্যবেক্ষণে রয়েছেন। তাদের কারও মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু