X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নারীর অভিযোগ ধর্ষণচেষ্টা, আহতের দাবি পাওনা টাকা নিয়ে বিরোধ

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ০৯:৫৬আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৯:৫৬

বগুড়া



বগুড়ার ধুনটে ধারালো বটি দিয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক গরু ব্যবসায়ী ও এক নারী (৩৮) একে অপরকে কুপিয়ে আহত করেছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দু’জনই। নারীর অভিযোগ করছেন, ধর্ষণ থেকে বাঁচতে তিনি জাহাঙ্গীরকে বটি দিয়ে আঘাত করেন। আর জাহাঙ্গীরের দাবি, পাওনা দুই লাখ টাকা নিয়ে বিরোধে তাকে কুপিয়ে আহত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। ওই নারী যেভাবে মামলা দেবেন তিনি সেভাবেই নেবেন।
ওই নারীর দাবি, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে তিনি বাপের বাড়িতে থাকতেন। তার মেয়ে বিদেশে চাকরি করেন। একই গ্রামের জাহাঙ্গীর আলম তাকে উত্ত্যক্ত করতো। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রান্না করছিলেন। বাড়িতে কেউ না থাকায় জাহাঙ্গীর ঘরে ঢোকেন। কথা বলার এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। নিজেকে বাঁচাতে তিনি বটি দিয়ে জাহাঙ্গীরকে কোপ দেন। পরে জাহাঙ্গীর বটি কেড়ে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। জাহাঙ্গীর পালিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি  হন।
ওসি কৃপা সিন্ধু জানান, প্রাথমিক তদন্তে ওই নারীকে ধর্ষণ চেষ্টার সত্যতা পাওয়া যায়নি। ওই নারী প্রায় ৯ মাস আগে জাহাঙ্গীরকে গরুর ব্যবসার জন্য দুই লাখ টাকা ধার দেন। জাহাঙ্গীর টাকা পরিশোধ না করায় দু’জনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাতে ওই নারী টাকার ব্যাপারে আলাপের জন্য জাহাঙ্গীরকে বাড়িতে ডেকে আনেন। এ নিয়ে কথা বলার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে একে অপরকে বটি দিয়ে আঘাত করেন।

ওসি আরও জানান, স্থানীয় সাংবাদিকরা পত্রিকার কাটতি বাড়াতে ওই ঘটনাকে ‘ধর্ষণ চেষ্টা ও সম্ভ্রম বাঁচাতে বটি দিয়ে আঘাত’ হিসেবে প্রচার করছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?