X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মাচায় টমেটো চাষে বেশি লাভ

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
০২ এপ্রিল ২০২১, ১১:৪৯আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:৪৯

মাচায় টমেটো চাষ করে লাভবান হচ্ছেন পাবনার চাষিরা। এই পদ্ধতি একদিকে যেমন পরিবেশবান্ধব ও নিরাপদ, তেমনি এতে সবজি নষ্ট না হওয়ায় বাড়ছে উৎপাদন। টমেটো ছড়াও মাচায় বিভিন্ন ধরনের সবজি চাষ করে কৃষকেরা আগের চেয়ে এখন অনেক বেশি লাভবান হচ্ছেন। ফলে মাচা পদ্ধতিতে পটল, লাউ, সিম, মিষ্টি কুমড়া, করলা, ধুন্দল, চালকুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, শসা, বরবটিসহ লতা জাতীয় অন্যান্য সবজি চাষ বাড়ছে।

পাবনা চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে মাচা পদ্ধতিতে টমেটো চাষ করা কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, তিন বন্ধু মিলে ছয় বিঘা জমিতে সবজির খামার করেছেন। খামারে মাচায় টমেটো, পটল, লাউ, করলা, ধুন্দল চাষ করছেন। বাঁশের খুঁটি পুতে জিআই তার টানিয়ে তার ওপর পাটকাঠি, নাইলন সুতা, পাতলা জিআই তার বিছিয়ে তৈরি করেছেন মাচা। সোয়া দুই বিঘা জমিতে মাচায় টমেটো চাষে ইতোমধ্যে তাদের প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। বিজলী-১১ জাতের টমেটো চাষ করেছেন তারা। এরইমধ্যে টমেটো পাকতে শুরু করেছে। টমেটোর বাজার দর ভালো থাকলে প্রায় এক লাখ টাকা লাভ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মাচায় চাষ করলে পচনের হাত থেকে সবজি রক্ষা পায়। ফলে ফলন প্রায় দ্বিগুণ হয়। পোকা মাকরের হাত থেকেও সবজি রক্ষা পায়। সেচ ও কীটনাশক প্রয়োগেও সুবিধা হয় বলে জানান তিনি। মাচায় টমেটো চাষ

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় এক হাজার ৮৪৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ২শ’ হেক্টর জমিতে শিম, ২৫০ হেক্টর জমিতে বেগুন, ১৯৫ হেক্টর জমিতে মূলা, ১৬০ হেক্টর জমিতে ফুল কপি, ১৪৫ হেক্টর জমিতে লাউ, ১১৫ হেক্টর জমিতে পালং শাক, ৯০ হেক্টর জমিতে বাধাকপিসহ অন্যান্য সবজি আবাদ হয়েছে।

কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, কৃষকেরা এখন সচেতন হয়েছেন। অনেক কৃষক টমেটোসহ লতানো সবজি মাচায় চাষ করতে শুরু করেছেন। মাচায় সবজি চাষে প্রারম্ভিক খরচ বেশি হলেও এটি লাভজনক। পটল, টমেটো, লাউ, সিম, মিষ্টি কুমড়া, করলা, ধুন্দলসহ লাতানো জাতীয় সবজি মাচায় চাষ করা যায়। এর জন্য উঁচু জমি বেছে নেওয়া ভালো। উঁচু করে মাচা তৈরি করলে মচার সবজি মাটির সংস্পর্শে আসে না। পোকা মাকড়, ছত্রাকের আক্রমণ কম হয়। টমেটো, মিষ্টি কুমড়া জাতীয় ফসল মাটির সংস্পর্শে থাকলে একদিকে যেমন পচনের ভয় থাকে, তেমনি অন্য দিকে মাটির পাশটায় ঠিকমতো পাকে না। মাচায় সবজি চাষের অন্য সুবিধা হলো সবজিতে ভিটামিন বা সীমিত আকারে কীটনাশক প্রয়োগের সময় তা নষ্ট হয় না। গাছের গোড়ার আগাছা পরিষ্কার করা সহজ হয়। পরিবেশবান্ধব হওয়ায় এ পদ্ধতিতে নিরাপদ সবজি পাওয়া যায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?