X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২২:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৫২

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এককেজি হেরোইন উদ্ধার করেছে। সেইসঙ্গে হেরোইন বহনকারী পাথর বোঝাই ট্রাক ও এর চালককে আটক করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে (ঢাকা মেট্রো-ট-২৪-৩৬২২) পাথর বোঝাই ৮ টনের একটি ট্রাক বিপুল পরিমাণ হেরোইন নিয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১২ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে নগরীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় ট্রাকটিকে আটক করে। ট্রাকটি তল্লাশি করে ড্রাইভিং সিটের বাম পাশে ডেক্স বক্সের ভেতর থেকে ৯টি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেটে মোট এককেজি হেরোইন উদ্ধার করে। এ সময় ট্রাকচালক শহিদুল ইসলামকে (৩৩) আটক করা হয়। 

হেরোইন চালক শহিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রনি (৩৫) নামে এক ব্যক্তি পাথর বোঝাই  ট্রাকের ডেক্স বক্সের ভেতর হেরোইন নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে দেওয়ার জন্য তাকে বুঝিয়ে দেয়। সে আরও জানায়, দীর্ঘদিন ধরে রনির সঙ্গে যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথরের ট্রাকে কৌশলে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের জন্য চট্টগ্রামে নিয়ে যেত সে।

গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত হেরোইন ও জব্দকৃত পাথর বোঝাই ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামি রনিকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

. এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) র‌্যাব-৫ এর পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল সোমবার (১২ এপ্রিল) বেলা ৩টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পূর্ব উজানপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ আব্দুল কারিমকে (৪৫) গ্রেফতার করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার আন্দিপুর গ্রামের মুনসুর আলীর ছেলে আব্দুল কারিম। তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!