X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গরুর খামারে ডাকাতির ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে ১৫ গরু ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তাদেরকে গোমস্তাপুর থানা থেকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন–গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান, উপ-পরিদর্শক (ডিএসবি) গাজী নুরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এবং তিন কনস্টেবল রহিম, বিপ্লব ও শফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। ডাকাতরা খামার মালিক ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে খামার থেকে ১৫টি গরু নিয়ে যায়। অথচ পাবর্তীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকে। খামার মালিকের অভিযোগ, ৯৯৯-এ দুইবার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি। পুলিশের দায়িত্বে কোনও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই ছয় পুলিশ সদস্যকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, গরুগুলো উদ্ধারে এবং ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে, এ ঘটনায় গরুর মালিক আশরাফুল ইসলাম গতকাল গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, অভিযোগসূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে পুলিশ পরিচয়ে এসে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর ১৫টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ সময় ৯৯৯-এ দুইবার ফোন করেও পুলিশের কোনও সহযোগিতা পাননি খামার মালিক। 

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
৯৯৯-এ কলের পর দুই ছিনতাইকারী গ্রেফতার
ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’