X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঈদ জামাতের জন্য রাজশাহীতে ওয়াটারপ্রুফ প্যান্ডেল

রাজশাহী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২২:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২২:৩২

করোনার সংক্রমণের কারণে গত দুই বছর রাজশাহীর ঈদগাহগুলোতে ঈদের জামাত হয়নি। এখন করোনার প্রকোপ কমে আসায় মানুষের স্বাভাবিক জীবনযাপন শুরু হয়েছে। দুই বছর পর রাজশাহীর ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজানোর কাজ। নগরীর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চার হাজার মানুষের জন্য ওয়াটারপ্রুফ প্যান্ডেল তৈরি করা হচ্ছে।

শনিবার (৩০ এপ্রিল) শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ, টিকাপাড়া কেন্দ্রীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরির কাজে কর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

নগরীর সর্ববৃহৎ শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহসহ ১১৭টি ইদগাহ ডেকোরেশনের দায়িত্ব পেয়েছে ফ্রেন্ডস ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির মালিক মাজহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তারা প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ করে ফেলেছি। চাঁদ ওঠার আগেই বাকি কাজ করে ফেলবো।

তিনি আরও বলেন, শুধুমাত্র কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চার হাজার মানুষের জন্য ওয়াটারপ্রুফ প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ৪০০ ফুট লম্বা ও ১০০ চওড়া এই ওয়াটার প্রুফ প্যান্ডেল। মাঠের মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও শুরু হয়েছে। গরমে মুসল্লিরা যাতে করে কষ্ট না পান, এজন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হবে। তবে অন্যগুলোতে সামিয়ানা টানানো হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুতগতিতে চলছে।

এদিকে, হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাতে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী। তার সহকারী হিসেবে থাকবেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াকুব আলী ও হযরত শাহমখদুম (রহ.) দরগা শরিফ জামে মসজিদের ইমাম মো. মুহিবুল্লাহ।

রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে। সেখানেও সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টায়। এছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশের টহল টিম কাজ করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।

এছাড়া নগরী ও নয় উপজেলায় কমপক্ষে ৩৫০টি ঈদগাহে ইদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

/এএম/
সম্পর্কিত
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
ঈদের আগেই সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে
ঈদের আমেজে মেতেছে রাজধানীর শপিং মলগুলো
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!