X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জমিতে নষ্ট হচ্ছে পাকা ধান

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২২, ১৮:০৫আপডেট : ১০ মে ২০২২, ১৮:১০

টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঠগুলোতে পানি জমে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে মিলছে না ধান কাটা শ্রমিক। ডুবে যাওয়া ধান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার চাষিরা। 

তারা বলছেন, এ বছর এক বিঘা জমিতে বোরো ধান চাষ করতে সবমিলে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। বর্তমানে শ্রমিক খরচ আরও প্রায় সাত হাজার টাকা বেড়ে ৮ হাজারে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ব্রিজ-কালভাট খাল-নালা বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন হয় না। তাই বৃষ্টি হলে পানি বের হতে পারে না। এতে ফসলি মাঠগুলো ডুবে কৃষকের সর্বনাশ হচ্ছে প্রতিবছর।

বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের শিক্ষক আজাদ হোসেন বলেন, ‌‘কৃষকের পাকা ধান পানির নিচে হাবুডুবু খাচ্ছে। এদিকে শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাবনা অঞ্চল থেকে কৃষি শ্রমিকরা তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটতেন। কিন্তু এ বছর তারা অজ্ঞাত কারণে এখনও অধিকাংশ আসেননি।’

বৃষ্টিতে মিলছে না ধান কাটা শ্রমিক

তাড়াশ পৌর সদরের কৃষি শ্রমিক বক্কার হোসেন বলেন, ‘হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের ধানগুলো পানিতে ডুবে গেছে। এখন প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচজন শ্রমিক বেশি লাগবে। আগে যেখানে এক বিঘা জমিতে খরচ হতো তিন হাজার থেকে চার হাজার টাকা, সেখানে এখন অতিরিক্ত খরচসহ ব্যয় হচ্ছে প্রায় ৯ হাজার টাকা।বৃষ্টিতে ভিজে কাজ করার মতো শ্রমিকও পাওয়া যাচ্ছে না।’

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৩১৫ হেক্টর। কিন্ত লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত হয়েছে ২২ হাজার ৩৬০ হেক্টর।’ 

তিনি আরও বলেন, ‘চলতি বোরো মৌসুমের শুরু থেকে কৃষি বিভাগের মাঠকর্মীসহ সকল স্তরের কর্মকর্তা কৃষকদের নানা দিক নির্দেশনা দিয়ে উৎসাহিত করেছেন। মাঠের শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে কৃষকরা একটু সমস্যায় পড়েছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ